Connect with us
ক্রিকেট

তিনদিনেই আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে

Zimbabwe defeated Afghanistan by an innings within just three days.
একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফর করেছে আফগানিস্তান। গত সোমবার (২০ অক্টোবর) মাঠে গড়ায় সিরিজের একমাত্র টেস্ট। তবে টেস্টের তৃতীয় দিনেই ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। 

আজ বুধবার (২২ অক্টোবর) হারারেতে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৫৯ রানের বড় সংগ্রহ দাড় করায় জিম্বাবুয়ে। ২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। তবে জিম্বাবুয়ের বোলিং তোপে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় হাশমতউল্লাহ শাহিদীর দল।



দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ইব্রাহিম জাদরান। এছাড়া ৩২ রান আসে বাহির শাহ’এর ব্যাট থেকেই। বাকিরা কেউই বিশের ঘর ছুতে পারেননি। এর আগে প্রথম ইনিংসে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে রহমানউল্লাহ গুরবাজ। ৩০ রানে এসেছিল আব্দুল মালিকের ব্যাট থেকে। তবে বাকিরা বিশের ঘর পার করতে পারেননি।

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে প্রথম ইনিংসে ফাইফার তুলে নেন ব্রাড ইভানস। আর ব্লেসিং মুজারাবানি ৩টি এবং টানাকা ছিভাঙ্গা একটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ফাইফাফের দেখা পান রিচার্ড এনগারাভা। এছাড়া মুজারাবানি ৩টি এবং ছিভাঙ্গা ২টি উইকেট নেন।

এদিকে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। ২৫৬ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। ৮৮ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন সিকান্দার রাজা। এক রানের জন্য ফিফটি মিস করে ৪৯ রানে আউট হন নিক ওয়েলক। এছাড়া ব্রাড ইভানস ৩৫ এবং ব্রেন্ডন টেলর ৩২ রান করেন।

আফগানিস্তানের পক্ষে বল হাতে ৭ উইকেট নেন জিয়াউর রহমান শরিফী। এছাড়া ইসমাত আলম ২টি এবং শারাফউদ্দিন আশরাফ একটি উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট