
আর তিনদিন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিলেট টেস্টের মধ্য দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বর্তমানে তারা সিলেটে অবস্থান করছেন।
সিলেটে আজ প্রথমদিনের মতো অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। তবে বৃষ্টির কারণে অনুশীলন শুরু হয় দেরিতে। যে কারণে প্রথমদিন বেশিক্ষণ অনুশীলন করতে পারেননি সফরকারীরা। অনুশীলন শেষে এই সিরিজ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন জিম্বাবুয়ের প্রধান কোচ জাস্টিন স্যামন্স।
বৃষ্টি বাধায় প্রথমদিন বেশিক্ষণ অনুশীলন করার সুযোগ না পেলেও সন্তুষ্ট স্যামন্স। তিনি বলেন, ‘আসলে এটা দুর্ভাগ্যজনক (বৃষ্টি), তবে আসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা হারারেতে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাতে আমি সন্তুষ্ট। ছেলেরা চার দিন একটি আঞ্চলিক ম্যাচ খেলেছে, এতে তারা খেলার মাঝেই ছিল। তাছাড়া সেখানে আমরা সব ধরনের কন্ডিশনের কথা বিবেচনা করেই প্রস্তুতি নিয়েছি, যা কাজে লাগবে।’

সিলেটে প্রথমদিনের মতো অনুশীলনে করেছে জিম্বাবুয়ে দল। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট
আরও পড়ুন:
» সিলেট টেস্টের টিকিটের দাম জানাল বিসিবি, কিনবেন যেভাবে
» প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
জিম্বাবুয়ে টেস্ট দলে খুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার নেই যারা এর আগে বাংলাদেশে টেস্ট খেলেছেন। তাই নতুনদের জন্য এই সিরিজকে শেখার বড় সুযোগ হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, ‘এটা দলের জন্য বিশাল এক শেখার সুযোগ। বাংলাদেশের মাটিতে এটা অধিকাংশেরই সাদা পোশাকে প্রথম ম্যাচ। এই কন্ডিশনে খেলে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে ক্রিকেটাররা।’
কন্ডিশন এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই সিরিজে স্বাভাবিকভাবেই এগিয়ে আছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে সিরিজ জয়ে করে দেশে ফিরতে চান সফরকারীরা। স্যামন্স বলেন, ‘ আমরা জয়ের লক্ষ্যে নিয়ে প্রতিটি সিরিজ খেলতে নামি, এখানে তার ব্যতিক্রম হবে না। আমরা বিশ্বাস করি, আমাদের দলে এমন প্রতিভাবান খেলোয়াড় আছে যারা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারে এবং সিরিজ জয় করে দেশে ফিরতে পারে।’
আগামী রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৫/বিটি
