
সময়ের সেরা ফুটবলার কে সেটা নিয়ে বিতর্কের অবসান কখনো হয়নি। পেলে-ম্যারাডোনা, মেসি -রোনালদো বিতর্ক চলেই আসছে দশকের পর দশক ধরে। এবার জিনেদিন জিদান জানালেন বর্তমান সময়ে তার পছন্দের ফুটবলারদের নাম।
সময়ের সেরা ফুটবলারদের নাম বলতে গিয়ে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি খেলোয়াড় এবং কিংবদন্তি কোচ এমন একজনের নাম নিলেন যেটা হয়তো সবচেয়ে অপ্রত্যাশিত।
জিদান সেরা হিসেবে বেছে নিয়েছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালকে। ইতালির ত্রেন্তো শহরে ‘ফেস্টিভ্যাল দেলো স্পোর্ত’ অনুষ্ঠানে জিদান বলেছেন, ‘শুধু তার (ইয়ামাল) পজিশনই নয়, মাঠে সে যেভাবে খেলে, তাতে ও বল পায়ে নিলেই আমার গায়ে কাঁটা দেয়। গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সে যেন একাই সব করেছিল।’
ইয়ামালের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ২ পিএসজি মিডফিল্ডারের প্রশংসাও করেন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা ৩ চ্যাম্পিয়ন্স লীগ জয়ী এই ফরাসি কিংবদন্তি। তিনি বলেন,’দুই পর্তুগিজ মিডফিল্ডার, জোয়াও নেভেস ও ভিতিনিয়াকেও আমি ভীষণ পছন্দ করি। ওরা কখনোই বল হারায় না।’
সম্প্রতি জিদানের পাশাপাশি ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছেন আরেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ডেভিড বেকহাম। ইয়ামালের প্রশংসায় তিনি বলেন, ‘আমার মতে, মেসির সঙ্গে কাউকে তুলনা করা যায় না। তবে ইয়ামালই সবচেয়ে কাছাকাছি। একদিন ও লিওর মতোই ভালো হতে পারবে বলে আমি বিশ্বাস করি। ২০-৩০ বছর পরপর এমন খেলোয়াড় আসে।’
জিদানের সাথে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইব্রাহিমোভিচ। তিনিও জিদানের সাথে সুর মিলিয়ে বলেন, ‘একজন খেলোয়াড়কে বিচার করতে হবে সে একা কতটা পার্থক্য গড়ে দিতে পারে, তা দিয়ে। ইয়ামাল সেটা করেছে। আমার হাতে থাকলে আমি ওকেই এবার ব্যালন ডি’অর দিতাম।’
যদিও এবারের ব্যালন ডি’অরের মঞ্চে ইয়ামাল দ্বিতীয় হয়েছেন। সেরা হয়েছেন পিএসজির উসমান দেম্বেলে। তবে অন্য ইতিহাস গড়েছেন ইয়ামাল। টানা দুবার জিতেছেন ২১ বছরের নিচে সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। প্রথম খেলোয়াড় হিসেবে দুবার কোপা জেতার এই বিরল কীর্তি গড়েছেন ইয়ামাল।
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এআই
