গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে অংশ নিয়েছেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার। তবে মাত্র চার রানের জন্য টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরি হাতছাড়া করলেন এই মারকুটে ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৬ রান করে আউট হয়ে গেছেন জাওয়াদ। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। বড় শটে খেলতে গিয়েই তিন অঙ্কেত ম্যাজিক ফিগার হাতছাড়া করেন এই ওপেনার।
দুবাইয়ে এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৮৩ রানের বড় লক্ষ্য পায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পান জাওয়াদ। ইনিংসের শুরু থেকে মারকুটে ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। তাতে দুই অঙ্কের মাইলফলকে পৌঁছাতেও বেশিক্ষণ সময় লাগেনি তার।
প্রথম ৪৪ বলে ৪৬ রান তুলে পরের বলে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছান এই ওপেনার। ফিফটিতে পৌঁছাতে ৬ চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার। তবে ফিফটি হাকিয়েই থামেননি তিনি। এরপর এগোতে থাকেন সেঞ্চুরির পথে। যদিও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তার রান তোলার গতি কিছুটা কমে যায়।
ম্যাচের ৩১তম ওভারে রুহুল্লাহ আরবের দ্বিতীয় বলে চার মেরে ৯৬ রানে পৌঁছান তিনি। পরের দুটি বল ডট খেলেন। ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে মাইলফলক স্পর্শ করতে গিয়ে লংঅফে ধরা পড়েন। ফিল্ডার দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন। তাতে ৪ রানের হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এদিন রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই জাওয়াদ ও রিফাত বেগ ১৫১ রান যোগ করেন। রিফাত ৬২ রান করে ফেরার পর দলীয় ১৭০ রানের মাথায় বিদায় নেন জাওয়াদ। দুই ওপেনার ফেরার পর বাকিদের ব্যাটে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/বিটি