
১ম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে আইটিএফ খেতাব জয়ের রেকর্ড গড়েছেন জারিফ আবরার। রাজশাহীতে অনুষ্ঠিত আইটিএফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের ১ম আইটিএফ খেতাব জয়ী হয়ে যান আবরার।
রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩০ তম আইটিএফ অনুর্ধ-১৮ টুর্নামেন্টে আবরারের জয়ী হওয়ার আগে ২৯ আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো বাংলাদেশী । দেশের বাইরে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টেও এই সাফল্য আসেনি।
দীর্ঘ প্রতীক্ষার পর রোমাঞ্চকর এক ম্যাচে জয়লাভ করে সকল প্রতীক্ষার অবসান ঘটালেন আবরার। আজ (শুক্রবার) সকালে ২ নম্বর কোর্টে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জারিফের প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের টপসিড খেলোয়াড় নাপাত পাটানালের থাপান।
শুরু থেকেই প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের প্রথম সেটে টাইব্রেকার ম্যাচে জারিফ ৭-৬ (৭-৩) গেমে জয়ী হয়ে এগিয়ে যান। দ্বিতীয় সেটে দারুণ লড়াই শেষে ৬-৪ গেমে থাপানকে পরাজিত করে নিশ্চিত করেন ঐতিহাসিক জয়। শেষে টানা ৫ ম্যাচ পয়েন্ট নষ্ট কটলেও ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন আবরার।
অন্যদিকে বালিকাদের ফাইনালও ছিল উত্তেজনাপূর্ণ। চীনের জিজি ইয়ান ও মালদ্বীপের আরা আসাল আজিমের মধ্যকার ম্যাচে প্রথম সেট ৭-৫ গেমে জিতে এগিয়ে যান জিজি ইয়ান। ২য় সেটে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসে জিজি ইয়ান কে ৬-৩ গেমে হারিয়ে সমতায় ফেরেন আসাল আজিম। শেষ সেটে ৬-৩ গেমে আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জিজি ইয়ান।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এআই
