Connect with us
ক্রিকেট

ফের ব্যর্থ জাকের-শামীম, তানজিদের ফিফটির পরও হারল বাংলাদেশ

Zakir and Shamim fail again, Bangladesh lose despite Tanzid’s fifty
তানজিদ ফেরার পর ম্যাচ শেষ করে আসতে পারেননি জাকের-শামীমরা। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ। সহজ ম্যাচে ফিনিশিংয়ের ব্যর্থতা আরো একবার ডুবালো টাইগারদেরকে। আফগানিস্তান সিরিজের পর প্রথমবার দলে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন জাকের আলী। তাছাড়া প্রথম টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হওয়া শামীম পাটোয়ারীও ফের ব্যর্থ হয়েছেন। ওপেনার তানজিদ তামিমের ফিফটির পরও ফিনিশারদের ব্যর্থতায় দেড়শো রান তাড়া করতে পারেনি লাল-সবুজের দল।

বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজটি জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি টাইগাররা।



এদিন রানতাড়ায় নেমে শুরুটা দেখেশুনে করেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তবে ধীরগতির শুরুর পরও ক্রিজে থিতু হতে পারেননি সাইফ। দলীয় ১৩ রানে ১১ বলে ৫ রান করে বিদায় নেন তিনি। এরপর লিটন দাস এসে মারকুটে ভঙ্গিতে খেললেও ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ২৩ রান করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর তাওহীদ হৃদয় এসে ধীরগতিতে খেলতে থাকেন। তবে অপরপ্রান্তে রানের গতি সচল রাখেন তানজিদ। দলীয় ৮৫ রানের হৃদয়ের ধীরগতির ইনিংসের সমাপ্তি ঘটে। ১৪ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। এরপর জাকের আলী এসেও ধীরগতিতে রান তুলতে থাকেন। তবে অপরপ্রান্তে ফিফটি তুলে নেন তানজিদ।

কিন্তু ফিফটি তুলে বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। দলীয় ১১৭ রানের মাথায় বিদায় নেন তিনি। সাজঘরের ফেরার আগে ৪৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন এই ওপেনার। তানজিদের বিদায়ের পর জাকের ও শামীমের ব্যাটে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে হতাশ করেছেন দুজনেই। দলীয় ১২৪ রানের মাথায় জাকের ১৮ বলে ১৭ এবং শামীম ২ বলে ১ রান করে বিদায় নেন।

জাকের-শামীমের বিদায়ের পর শেষ ১১ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান। তবে ১১ রানের বেশি করতে পারেননি লোয়ার অর্ডারের ব্যাটাররা। তাতে ১৪ রানে হারতে হয় টাইগারদের।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শাই হোপ ৫৫, অ্যালিক অ্যাথানাজি ৫২ রান করেন। এছাড়া রস্টোন চেজ ১৭ এবং রোমারিও শেফার্ড ১৩ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া একটি উইকেট নেন তাসকিন।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৪৯/৯ (২০ ওভার)

বাংলাদেশ : ১৩৫/৮ (১৯.৪ ওভার)

ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট