Connect with us
ক্রিকেট

দল না জিতলে সেই ম্যাচের রান হিসাব করেন না জাকের!

৫৫ রানের ইনিংস খেলার পথে জাকেরের একটি দুর্দান্ত শট। ছবি- ক্রিকইনফো

শোকের আঁধারে ডুবে থাকা দেশবাসীকে একটু আলো দিয়েছে বাংলাদেশের সিরিজ জয়। পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়া এই জয়ের অন্যতম নায়ক ছিলেন ব্যাটার জাকের আলী। তার শেষ দিকের রানগুলোই যেন জিতিয়ে দিয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে বললেন, ম্যাচ জেতানো রান ছাড়া অন্যগুলো হিসাব রাখেন না তিনি।

বুধবার রাতে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে বিপদেই পড়েছিল টাইগারররা। টপঅর্ডাররা তেমন ভালো করতে পারেননি। তবে শেখ মাহেদী ও জাকের আলীর ব্যাটে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন ফিফটির দেখা পেয়েছেন জাকের।

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৮ বল খেলে করেন ৫৫ রান। তাতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। এছাড়া দলীয় ২৮ রানে যখন ৪ উইকেট নেই, তখন মাহেদীকে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ৫৩ রানের জুটি। মাহেদী ২৫ বলে ৩৩ রান করেন।


আরও পড়ুন 

»ভারত-ইংল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (২৩ জুলাই ২৫)

» ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ


জাকের যখন ইনিংসের শেষ বলে আউট হলেন, তখন বাংলাদেশের স্কোর ১৩৩/১০। এই রানেও শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী জানিয়েছেন ভালো করতে পারলেই কেবল নিজের রানের হিসাব করেন। দল হারলে সেটা হিসাবে রাখেন না।

জাকের বলেন, ম্যাচ জেতানো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোনো কিছু আমি হিসাব করি না। যতই ভালো খেলি আমি হিসাব করি না। যদি আমার দল না জেতে তাহলে ব্যক্তিগতভাবে আমি ওইগুলো হিসেব করি না। তবে আজকে অবদান রাখতে পেরেছি, হিসেব করলাম।

সংবাদ সম্মেলনে নিজের ছক্কা মারার এমন দক্ষতার রহস্যও খোলাসা করেন তিনি। দুই বছর আগে বিপিএলের সময় ব্যাটিং কোচ সালাউদ্দিনের সঙ্গে কাজ করার সময় এই দক্ষতা পান বলে জানান এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/এজে’/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট