
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবেই সারছে বাংলাদেশের যুবারা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে আজিজুল-জাওয়াদরা। সেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। এবার জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি।
ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়েতে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশসহ স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ।
আসন্ন এই সিরিজটি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে মুখোমুখি হবে। লিগ পর্বের ৯টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।
আরও পড়ুন:
» বাংলাদেশ দলে ইরানের কোচ নিয়োগ দিল বাফুফে
» র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার
আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১০ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে বিজয়ী নিশ্চিত হবে। জিম্বাবুয়ের দুটি ভেন্যু- সানরাইজ স্পোর্টস ক্লাব ও হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচসূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৫ জুলাই | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব |
২৬ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব |
২৮ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
২৯ জুলাই | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৩১ জুলাই | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
১ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৪ আগস্ট | জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৬ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
৮ আগস্ট | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ – দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ | হারারে স্পোর্টস ক্লাব |
১০ আগস্ট | ফাইনাল | হারারে স্পোর্টস ক্লাব |
এদিকে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচে সফরকারীদের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে ১৩৪ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগার যুবারা। তবে শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১৪ রানের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে যায় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।
স্ট্যান্ডবাই- শাহরিয়ার আহমেদ, সবুজ, শাহারিয়াল আজমির, ফারহান শাহরিয়ার।
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/বিটি
