Connect with us
ক্রিকেট

যুব এশিয়া কাপ : সেমিতে কে কার প্রতিপক্ষ, ম্যাচগুলো কবে কখন

2025 U19 Asia Cup Semi-final
যুব এশিয়া কাপে সেমিতে উঠেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ছবি- এসিসি

সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টে এরইমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। দুই গ্রুপে লড়াই শেষে চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে মুখোমুখি হবে চারটি দল।

চলমান এই আসরের ‘এ’ গ্রুপে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুটো দলই সেমির টিকিট পেয়েছে। ৩ ম্যাচে তিন জয়ে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারতের যুবারা। অন্যদিকে পাকিস্তান ৩ ম্যাচে ২ জয়ে গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমির টিকিট পেয়েছে। এছাড়া আরব আমিরাত এক জয় ও মালয়েশিয়া কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আসরের ‘বি’ গ্রুপে ছিল গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে অপরাজিত থেকেই সেমিতে উঠেছে যুবা টাইগাররা। ৩ ম্যাচে তিন জয়ে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেরা চারে জায়গা নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। এই গ্রুপ থেকে রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এছাড়া আফগানিস্তান এক জয় এবং নেপাল কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।



যুব এশিয়া কাপের সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত।

আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) আসরের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। দুবাইয়ের একাডেমি মাঠে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। একইদিন অপর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে একই সময়ে শুরু হবে ম্যাচটি।

একনজরে ২০২৫ যুব এশিয়া কাপের দুই সেমিফাইনালের সময়সূচি :

১৯ ডিসেম্বর – ভারত বনাম শ্রীলঙ্কা – বেলা ১১টা

১৯ ডিসেম্বর – বাংলাদেশ বনাম পাকিস্তান – বেলা ১১টা

আগামী ২১ ডিসেম্বর দুই সেমিফাইনাল জয়ীদের নিয়ে দুবাইয়ের একাডেমি মাঠে ২০২৫ যুব এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট