ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর তার জানাজায় মানুষের বিপুল উপস্থিতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার পেসার রুবেল হোসেন।
শনিবার (২০ ডিসেম্বর) ফেসবুকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হাদির নামাজে জানাজায় লাখো মানুষের উপস্থিতির কয়েকটি ছবি শেয়ার করেছেন রুবেল হোসেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, আপনি জিতে গেছেন হাদি.. বছর বছর রাজনীতি করা কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে, এর ধারে কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে? রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আবার বলি আপনি জিতে গেছেন হাদি.. দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।”
রুবেল হোসেনের এই স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু মানুষ তার পোস্টে মন্তব্য করে শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানান এবং তার রাজনৈতিক ও সামাজিক আদর্শের প্রশংসা করেন।

উল্লেখ্য, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তোলেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/এনজি
