বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের বিস্ময়কর ফুটবলার লামিনে ইয়ামালকে ঘিরে মাঠের আলোচনা নতুন নয়। অল্প বয়সেই রেকর্ড ভাঙা, বড় মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স সব মিলিয়ে তাকে ঘিরে ভবিষ্যৎ বিশ্বসেরার সম্ভাবনা দেখছেন অনেকেই। তবে সেই পথে যেতে ইয়ামালকে এবার একেবারেই ভিন্নধর্মী পরামর্শ দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা পাওলো ফুত্রে।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল কাফেলিতো’-তে আলোচনার সময় ফুত্রে বলেন, ইয়ামাল একদিন বিশ্বের সেরা ফুটবলার হবেন, তবে তার আগে তাকে একজন স্থায়ী বান্ধবী খুঁজে নিতে হবে। ফুত্রের এই মন্তব্যে সঞ্চালক হোসেপ পেদ্রেরোল বিস্ময় প্রকাশ করলে সাবেক এই ফরোয়ার্ড ব্যাখ্যা দেন নিজের অভিজ্ঞতা থেকেই।
ফুত্রে বলেন, ‘লামিনে এখন খুবই তরুণ। এই বয়সে একজন সঙ্গী থাকলে জীবনে স্থিরতা আসে।’ নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে তিনি জানান, স্ত্রীকে জীবনে পাওয়ার পরই তিনি নিজেকে পুরোপুরি পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলতে পেরেছিলেন। তার মতে, তখন বাইরে সময় কাটানো কমে যায়, বাসা থেকে খুব একটা বের হওয়া হয়না। তখন মূলত দায়িত্ববোধ বাড়ে, আর যার প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও দেখা যায়। এজন্য সবমিলে তিনি ইয়ামালকে স্থায়ী গার্লফ্রেন্ড এর পরামর্শ দেন।
ইয়ামালের ব্যক্তিগত জীবন অবশ্য এরই মধ্যে বেশ কয়েকবার আলোচনায় এসেছে। স্প্যানিশ এই ফরোয়ার্ডের প্রথম সম্পর্ক ছিল ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিল্লার সঙ্গে। পরে আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সরব ছিল স্প্যানিশ গণমাধ্যম। গত জুনে ইয়ামালের ১৮তম জন্মদিন ঘিরে সেই সম্পর্ক আলোচনায় আসে। বার্সেলোনার ম্যাচে গ্যালারিতে নিয়মিত দেখা যেত নিকোলকে। এমনকি চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল করে গ্যালারির দিকে উড়ন্ত চুমুও ছুড়েছিলেন ইয়ামাল। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৬৭ দিনের মাথায় বিচ্ছেদ ঘটে।
বর্তমানে কোনো সম্পর্কে নেই ইয়ামাল। মাঠে অবশ্য তার প্রভাব কমেনি। গোল, অ্যাসিস্ট আর ম্যাচে ম্যাচে পরিপক্বতা পারফরম্যান্সে নিজের কাজ ঠিকই করে যাচ্ছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৫/টিএ
