Connect with us
ফুটবল

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লামিনে ইয়ামাল

Lamine Yamal 2
লামিনে ইয়ামাল। ছবি- সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকছেন। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইনজুরির কারণে তাকে বিশ্রামে থাকতে হবে। খবর- দ্য সান

এদিকে মৌসুমের শুরুতেই একই সমস্যায় ভুগছিলেন তরুণ উইঙ্গার ইয়ামাল। তবুও চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে পূর্ণ ম্যাচ খেলেন ১৮ বছর বয়সী এই তারকা। তবে সেই ম্যাচে শেষ মিনিটে গোল খেয়ে বার্সা ২–১ ব্যবধানে হারলেও ইয়ামালের জন্য আরও বড় ক্ষতি হয়ে যায় পুরোনো ইনজুরি ফিরে আসায়।

বার্সার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের বাহুর চারপাশে অস্বস্তি আবারও দেখা দিয়েছে। তিনি সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। আশা করা হচ্ছে তার সুস্থ হতে ২–৩ সপ্তাহ সময় লাগবে।



স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামালের এই ইনজুরি বার্সেলোনার জন্য বড় ধাক্কা। হানসি ফ্লিকের অধীনে দল ইতোমধ্যে ছয় জয় ও এক ড্রয়ে লা লিগার শীর্ষে আছে। এ মৌসুমে ইয়ামালের তিন গোল ও দুটি অ্যাসিস্ট দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফলে তার অনুপস্থিতি সেভিয়ার বিপক্ষে বার্সার স্কোয়াডকে বড় পরীক্ষা দিতে হবে।

অপরদিকে স্পেন জাতীয় দলের আসন্ন নেশনস লিগ ম্যাচগুলোতেও তার খেলা অনিশ্চিত।

সূত্র : বার্সেলোনা, দ্য সান

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল