Connect with us
ফুটবল

ফ্লিকে খুশি নন ইয়ামাল

Flick and Yamal
হ্যান্সি ফ্লিক ও লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

সংস্কার শেষে পুরোদমে সচল ক্যাম্প ন্যু। সংস্কার শেষে নতুন হোম ভেন্যু পেয়ে পুরোনো চেহারায় কাতালানরা। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে ২-১ গোলে। তবে এমন জয়ের দিনে খারাপ সংবাদ বার্সা সমর্থকদের জন্য। 

ম্যাচের ৮৯তম মিনিটে ইয়ামালকে তুলে নিয়ে রুনি বার্গদিকে নামান হ্যান্সি ফ্লিক। মাঠ ছাড়ার মুহূর্তে বেশ বিরক্ত দেখা যায় স্পেন ফরোয়ার্ডকে। বেঞ্চে বসেও মুখ গোমড়া করে রাখেন তিনি। বিড়বিড় করে এটা-ওটা আওড়ান। বোঝাই যাচ্ছিল তাকে তুলে নেওয়ায় ফ্লিকের প্রতি খুশি নন ইয়ামাল।

ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়ামালকে তুলে নেওয়ার ব‍্যাখ‍্যা দেন ফ্লিক। তিনি বলেন, ‘সে হলুদ কার্ড দেখেছিল। তাই তাকে কয়েক মিনিট বাকি থাকতে উঠিয়ে নেই। তাছাড়া ম‍্যাচ শেষ পর্যায়ে ছিল।’



উঠিয়ে নেওয়ার পর ইয়ামানের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ‘যদিও ইয়ামাল এ সময় কিছুটা বিরক্ত হয়। সেটা আমি বুঝতে পারছি। কারণ, আমিও একজন খেলোয়াড় ছিলাম। এটা পুরোপুরি গ্রহণযোগ‍্য, কোনো সমস‍্যা নেই।’

কিছুটা মজার ছলে তিনি যুক্ত করেন, ‘আজকে মাঠ থেকে তুলে নেওয়ায় ইয়ামাল বিরক্ত হলেও অসুবিধা নেই, আগামী ম্যাচে পুরো সময় তাকে বেঞ্চে থাকতে হবে।’

এর আগে ম্যাচের ৫৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। এতে চ‍্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পরের ম‍্যাচে খেলা হবে না তাঁর। সংবাদ সম্মেলনে জুলস কুন্দেকে নিয়েও কথা বলেন ফ্লিক। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফ্রান্স ডিফেন্ডার।

সংবাদ সম্মেলনে ফরাসি ডিফেন্ডারের প্রশংসা করে ফ্লিক বলেন, ‘কুন্দের গোল করা দারুণ ব্যাপার। তার প্রতিভা ও মানসিকতা দারুণ।’

চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল এখন ১৪ নম্বরে রয়েছে ফ্লিকের দল। আর দুই পয়েন্ট পেলেই সেরা আটে ঢোকার সুযোগ হতো লা লিগা চ্যাম্পিয়নদের। তবে সেরা আটে ঢোকা নিয়ে চিন্তিত নন ফ্লিক। তিনি বলেন, ‘আমি এ দিকটা নিয়ে ভাবছি না। এই মুর্হূতে এসব নিয়ে আগ্রহী নই।আমরা নিজেদের নিয়েই ভাবছি। অবশ্য গোল ব্যবধানটা গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ একটা করবো। তাছাড়া চ্যাম্পিয়নস লিগ খেলা এতটা সহজ নয়। প্রতিটা প্রতিপক্ষই দুর্দান্ত। তারা ইউরোপের সেরা লিগে প্রতিযোগীতা করে।’

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল