ক্লাব ব্রুজের বিপক্ষে লামিন ইয়ামালের দুর্দান্ত গোলের পর আবার আলোচনায় মেসির সঙ্গে ইয়ামালের তুলনা। তবে মেসির সঙ্গে নিজের তুলনা নিয়ে আপত্তি জানিয়েছেন বার্সা ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে গতরাতে (বুধবার) তিনবার পিছিয়ে পড়েও ব্রুজের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে কাতালানরা। দলের হয়ে গোল পেয়েছেন ইয়ামাল, অন্য গোলেও ছিল বড় অবদান।
ডি বক্সের বাইরে বল পেয়ে ব্রুজের দুই জন খেলোয়াড়কে কাটিয়ে ফের্মিন লোপেসকে পাস দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। এরপর বল পেয়ে আবার দুই জনকে কাটিয়ে পৌঁছে যান গোলরক্ষকের সামনে এবং বাম পায়ের নিখুঁত শটে খুঁজে নেন জাল।
ইয়ামালের এমন গোলের পর নতুন করে তুলনা শুরু হয়েছে মেসির সাথে ইয়ামালের। তবে এতে খুশি নন স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেছেন মেসির সঙ্গে তুলনা ও সেই গোল নিয়ে।
মেসির সাথে তুলনা প্রসঙ্গে ইয়ামাল বলেন,’মেসি এমন হাজারো গোল করেছেন। আমাকে নিজের পথ তৈরি করে নিতে হবে এবং আশা করি, এমন অনেক গোল করতে পারব। আমি যতটা ভালো পারি ততটা করার চেষ্টা করেছি।’
এসময় তার কুঁচকির চোট নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন উড়িয়ে দেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমার কুঁচকির চোট নিয়ে অনেক কথা বলা হচ্ছে, যেমন আমি বিমর্ষ, কিন্তু এগুলো সবই মিথ্যা। সবসময় যেমন থাকি তেমনই আছি, অনুশীলনে ফেরার চেষ্টা করছি এবং এই পর্যায়ে খেলার চেষ্টা করছি।’
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এআই