মাত্র ১৮ বছর বয়সেই লামিনে ইয়ামাল যেন বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নাম। মাঠে তাঁর পারফরম্যান্স যেমন আশা জাগানো, তেমনি জনপ্রিয়তা ও পারিশ্রমিকেও এখন তিনি শীর্ষে। এবার মাঠের বাইরের খবরেও আলোচনায় এলেন এই তরুণ স্প্যানিশ উইঙ্গার।
স্প্যানিশ দৈনিক ‘এল পাইস’ জানিয়েছে, বার্সেলোনার এই তারকা কিনতে যাচ্ছেন এক বিলাসবহুল বাড়ি যেটিতে একসময় ছিলেন জেরার্দ পিকে ও শাকিরা। প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৫৬ কোটি টাকার এই বাড়িই হতে পারে ইয়ামালের নতুন ঠিকানা।
পিকে-শাকিরা ২০১০ সালে সম্পর্কে জড়ান এবং ২০১২ সালে এই বাড়িতে ওঠেন। বিচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। বিচ্ছেদের পরপরই বাড়িটি বিক্রির জন্য তোলা হয়।
প্রথমে সম্পত্তিটির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, কিন্তু পরবর্তীতে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় দাম কমে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ইউরোতে। ‘এল পাইস’ বলছে, ইয়ামাল বাড়িটি কেনার ব্যাপারে আগ্রহী এবং নিজের পছন্দমতো সংস্কার করে তবেই সেখানে উঠবেন।
এত দামী বাড়ি কেনা তাঁর জন্য তেমন কঠিন কিছু নয়। কারণ, বার্সেলোনা থেকে তার বর্তমান বার্ষিক আয় প্রায় ৩ কোটি ইউরো। চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতেই থাকবেন তিনি। পুরো সময় বার্সায় খেললে আয় দাঁড়াবে প্রায় ১৮ কোটি ইউরো, অর্থাৎ ২৫০০ কোটিরও বেশি টাকা।
শুধু ক্লাব নয়, বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকেও বড় অঙ্কের আয় করছেন ইয়ামাল। ‘ফোর্বস’এর হিসাব অনুযায়ী, সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো যা তাঁকে বিশ্বের সর্বাধিক আয় করা ফুটবলারদের তালিকায় জায়গা করে দিয়েছে, যেখানে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহামের মতো তারকারা।
উল্লেখ্য, বাড়িটির আয়তন প্রায় ৩৮০০ বর্গমিটার। এতে রয়েছে তিনটি আলাদা ভবন একটি মূল বাড়ি ও দুটি অতিথিশালা। সঙ্গে ইনডোর আউটডোর সুইমিং পুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক উন্মুক্ত চত্বর এবং একটি রেকর্ডিং স্টুডিও আছে।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/টিএ