Connect with us
অন্যান্য

ইয়া আল্লাহ, আমাদের উপর রহম করেন : শাহরিয়ার নাফিস

Shahriar Nafees-Osman Hadi
শাহরিয়ার নাফিস ও ওসমান হাদি। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে নির্বাচনের প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন তিনি। এমন ন্যাক্কারজনক ঘটনাটি দেশে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটানায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। দেশের ক্রিকেটাঙ্গনের জনপ্রিয় মুখ শাহরিয়ার নাফিসও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও. সাবেক এই ক্রিকেটার সরাসরি কিছু উল্লেখ করেননি। তবে এই ঘটনাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

নাফিস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘কোথায় যাচ্ছি আমরা? ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আমাদের উপর রহম করেন। আমীন।’



Shahriar Nafees's Facebook status

শাহরিয়ার নাফিসের ফেসবুক স্ট্যাটাস। ছবি- সংগৃহীত

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। এরপর তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে জানান, বিজয়নগর এলাকায় বেলা ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আজ সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ওসমান হাদির অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। অস্ত্রোপচার শেষে তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সরকারের উচ্চপর্যায় থেকে এমন নির্দেশনা এসেছে।

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য