
বিশ্বব্যাপী জনপ্রিয় রেসলার ও পপ কালচার আইকন হাল্ক হোগান আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হোগানের আসল নাম ছিল টেরি জিন বোলিয়া।
হাল্কের মৃত্যুতে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) এক শোকবার্তায় জানিয়েছে, “আমাদের হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮০-এর দশকে WWE-এর প্রসারে তাঁর অবদান অপরিসীম ছিল।”
আরও পড়ুন:
শেষ ম্যাচে হারের কারণ হিসেবে যা বললেন লিটন
ভুটানে মারিয়া-শামসুন্নাহারের গোল উৎসব, থিম্পুর ২৩-০ গোলের বিশাল জয়
স্থানীয় পুলিশ তথ্য অনুযায়ী, নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হোগানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১৯৮০-এর দশকের ‘সোনালি যুগে’ রেসলিংয়ের সবচেয়ে বড় তারকা ছিলেন হোগান। তাঁর বিখ্যাত সংলাপ ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি ‘২৪ ইঞ্চি পাইথন’ তাঁকে সাধারণ দর্শকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল।
ক্রিফোস্পোর্টস/২৫ জুলাই ২৫/এমএ
