Connect with us
ক্রিকেট

১৭ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করে তরুণের বিশ্বরেকর্ড

Croatia captain Zack Vukusic
ক্রোয়েশিয়ার অধিনায়ক জ্যাক ভুকুসিচ। ছবি- সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করে বিশ্বরেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার ক্রিকেটার জ্যাক ভুকুসিচ। বৃহস্পতিবার ৭ আগস্ট সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করে এই কীর্তি গড়েন ভুকিসিচ। সাইপ্রাসের বিপক্ষে ম্যাচের দিন তার বয়স হয়েছিল ১৭ বছর ৩১১ দিন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক বনে গেছেন এই তরুণ ক্রিকেটার।

বিশ্বের সবচেয়ে কম বয়সী অধিনায়কের তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ফ্রান্সের নোমান আজাদ। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অধিনায়কত্বের অভিষেক ঘটে নোমানের। সেই ম্যাচে তার বয়স ছিল ১৮ বছর ২৪ দিন। তবে গতকাল সাইপ্রাসের বিপক্ষে ম্যাচ দিয়ে নোমানের রেকর্ড ভেঙে সবার উপরে জায়গা করে নিয়েছেন ভুকুসিচ।

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অধিনায়ক হওয়ার তালিকায় শীর্ষ ৫ জনের মধ্যে চারজনই টি-টোয়েন্টির অধিনায়ক। আর চারটিই আইসিসির সহযোগী সদস্য দেশ।



ভুকুসিচ ও নোমান আজাদের পর তালিকার তিনে আছেন আইল অব ম্যানের ক্রিকেটার কার্ল হার্টম্যান। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৭৬ দিন বয়সে অধিনায়কত্ব করেন তিনি। চারে আছেন আরেক সহযোগী সদস্য দেশ মঙ্গোলিয়ার ক্রিকেটার লুসানজুন্দুই এরদেনেবুলগান। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ১৮ বছর ৩২৪ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন তিনি।

তালিকার পাঁচে আছেন আইসিসির পূর্ণ সদস্য দেশ আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ২০১৮ সালের মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে প্রথম অধিনায়কত্ব করেন এই তারকা অলরাউন্ডার। সেই ম্যাচে তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক তিনিই। এর পাশাপাশি টেস্টেও সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের রেকর্ডটি রশিদ খানের দখলে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২০ বছর ৩৫০ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট