Connect with us
ক্রিকেট

মাঝপথে বিয়ে স্থগিত বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানার

Smrity Mandhana's father & fiance
স্মৃতি মান্ধানার বিয়ের অনুষ্ঠান স্থগিত। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও সংগীত পরিচালক পালাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান আপাতত বন্ধ রাখতে হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রস্তুতির মাঝেই হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা। ফলে বিয়ের কার্যক্রম ফেলেই হাসপাতালে দৌড়ান স্মৃতি ও পলাশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্মৃতির ব্যবসায়িক ব্যবস্থাপক তুহিন মিশ্র। 

পরিবারের সদস্যরা জানান, সকালবেলা নাশতা করার সময় অসুস্থ হয়ে পড়েন শ্রীনিবাস। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে সাংলির সামদোল এলাকায় মন্ধানা ফার্ম হাউসে আজ যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। সাজসজ্জা সরানোর কাজও শুরু হয়েছে। পরিবার জানিয়েছে বিয়ে কবে হবে, সে সিদ্ধান্ত এখনই নেওয়া সম্ভব নয়। আপাতত তারা পুরোপুরি মনোযোগ দিচ্ছে শ্রীনিবাস মন্ধানার চিকিৎসা ও সুস্থতায়।



এ ঘটনার খবর পাওয়ার পরই স্মৃতি মন্ধানা ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ছুটে যান। পরিবাররের পক্ষ থেকে গণমাধ্যমকে জানিয়েছেন যেন, এমন পরিস্থিতিতে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হয়।

প্রসঙ্গত, স্মৃতি ও পালাশের বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে। ভারতের নারী ক্রিকেট দলের কয়েকজন সদস্যও বিয়ের উপলক্ষে ইতোমধ্যেই সাংলিতে পৌঁছেছিলেন। গত কয়েক দিন ধরে স্মৃতি ও পালাশের হলুদ, মেহেদি ও প্রাক-বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে এনডিটিভির সূত্রমতে, স্মৃতি মান্ধানার বাগদত্তা পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ভাইরাল ইনফেকশন ও অ্যাসিডিটির সমস্যার কারণে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল পলাশকে। তবে অবস্থা এতটাও গুরুতর নয়। এরই মধ্যে পলাশ হাসপাতাল ছেড়েছেন।

সব আয়োজন প্রায় শেষের পথে থাকলেও হঠাৎ করেই স্মৃতির বাবার অসুস্থতার কারণে সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। স্মৃতির পরিবারের আশা, শ্রীনিবাস মন্ধানা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এরপর আবার নতুন করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট