Connect with us
ক্রিকেট

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন

Bernard Julien
বার্নার্ড জুলিয়েন। ছবি- সংগৃহীত

প্রয়াত হলেন প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন। ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই সাবেক অলরাউন্ডার। গত শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন বার্নার্ড জুলিয়েন। ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই আসরে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিয়েছিলেন ৪ উইকেট, খরচ করেন মাত্র ২৭ রান। আর ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে খেলেন ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলেছেন ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ। টেস্টে করেছেন ৮৬৬ রান এবং নিয়েছেন ৫০ উইকেট। ওয়ানডেতে করেছেন ৮৬ রান ও নিয়েছেন ১৮টি উইকেট।



সতীর্থ বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, সে সবসময় ১০০ শতাংশের বেশি দিত। তার ওপর আমি সবসময় নির্ভর করতে পারতাম- হোক সেটা ব্যাটে বা বলে। এমন একজন ক্রিকেটার আমাদের জন্য ছিল বড় সম্পদ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো গভীর শোক প্রকাশ করে বলেন, বার্নার্ড জুলিয়েনকে সম্মান জানাতে গিয়ে আমরা নিজেদের ইতিহাসকেও নতুনভাবে দেখার আহ্বান জানাই। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়- একজন মানুষ যদি উদ্দেশ্যের জন্য নিবেদিত হন, তবে তার জীবন কখনো মুছে যায় না। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই শোকের সময়ে তার পরিবার ও প্রিয়জনদের পাশে আছে।

১৯৭৩ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন জুলিয়েন। পরের বছর ইংল্যান্ডের বিপক্ষেই নিয়েছিলেন ৫ উইকেট।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট