ইন্টার মায়ামির প্রকাশিত এক ভিডিওটিতে দেখা যায় ৩৮ নির্মাণাধীন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই স্টেডিয়ামটি ২০২৬ সালে উদ্বোধন হবে এবং এটিই হবে ইন্টার মায়ামির নতুন ঘর। একটা সময় প্রশ্ন ছিল, মেসির কি হোম ম্যাচ খেলার সুযোগ হবে এই মাঠে?
তবে মায়ামির এই ভিডিওতে পরিস্কার হয়ে গেছে সেই প্রশ্নের উত্তর। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা নতুন মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে নতুন চুক্তিতে সই করছেন। নতুন চুক্তি অনুযায়ী মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলবেন। ভিডিওর শেষ ক্যাপশনে লেখা ছিল, ‘সে এখন ঘরেই আছে।’
চুক্তি নবায়ন করে মেসি বলেন, ‘আমি এখানে থাকতে পেরে ভীষণ খুশি। এটা শুধু একটা স্বপ্ন নয়, এখন এটা বাস্তবতা—আমরা আমাদের নতুন স্টেডিয়ামে খেলব, মায়ামি ফ্রিডম পার্কে। আমি এখানে আসার পর থেকেই অনেক খুশি আছি। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনের জন্য, যখন এই স্টেডিয়ামে খেলব এবং আমাদের সমর্থকেরাও সেই আনন্দ ভাগ করে নেবে।’
ইন্টার মায়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘আমাদের স্বপ্ন ছিল বিশ্বের সেরা খেলোয়াড়কে মায়ামিতে আনা—আমরা সেটা করেছি। মেসি শুধু আমাদের ক্লাবের নয়, পুরো শহরের গর্ব। তিনি এখনো যেমন প্রতিযোগিতামূলক, তেমনি অনুপ্রেরণার প্রতীকও।’
এর আগে গেল ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পিএসজি থেকে মায়ামিতে আসেন মেসি। এরপর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচে খেলে তিনি করেছেন ৭১ গোল ও ৩৬টি অ্যাসিস্ট। তাঁর নেতৃত্বে দলটি জিতেছে লিগস কাপ ও এমএলএস সাপোর্টার্স’ শিল্ড। তার আগমনে মায়ামির আর্থিক অবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। ২০২২ সালে ক্লাবটির আয় ছিল ৫০-৬০ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় প্রায় ৩০০ মিলিয়ন ডলারে।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এফএএস