Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা, ব্রাজিল দলে ‘ছোট মেসি’

এস্তেভো উইলিয়ান। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই ব্রাজিল। গত বছর খেলা ৬ ম্যাচের ৩টিতেই পরাজয়ের স্বাদ পেয়েছিল সেলেসাওরা। নতুন ফিফা উইন্ডোতে আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। যার জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দোরিভাল জুনিয়র।

আসন্ন এই দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলের সব থেকে বড় চমক ১৭ বছর বয়সী এস্তেভো উইলিয়ান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। ব্রাজিলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে কেউ কেউ নেইমারের সঙ্গে তুলনা করলেও অনেকে তার ফুটবল খেলার স্কিলের জন্য ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে ডাকেন।

এস্তেভোর ছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইস এইহিক। এতে করে দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনার হয়ে খেলা ফরোয়ার্ড রাফিনিয়া ও আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি। আগামী সেপ্টেম্বর ৭ সকাল ৭টায় একুয়েডরের বিপক্ষে ও ১১ সেপ্টেম্বর অপর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে সকাল সাড়ে ৬টায় মাঠে নামবে ব্রাজিল।

গত বছর ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে সুযোগ পান এস্তেভোর। দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। পরিসংখ্যান যেমনই হোক না কেন নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যে সকলের নজর কেড়েছেন এস্তেভোর। এরপর গত জুনে তার সঙ্গে চুক্তি করে চেলসি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবও আগ্রহ দেখিয়েছিল তাকে নেয়ার।

ইকুয়েডর ও প্যারাগুয়ে ম্যাচের জন্য ব্রাজিল দল:

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, পেদ্রো ও সাভিনিয়ো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা ও গের্সন।

ডিফেন্ডার: ইয়ান কুতো, দানিলো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, গাব্রিয়েল মাগালেস, এডার মিলিটাও ও মার্কিনিয়োস।

গোলকিপার: আলিসন, এডারসন ও বেন্তো।

আরও পড়ুন: সাদমানের ব্যাটিংকে নিজের দেখা সেরা ইনিংস বলছেন মমিনুল

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল