 
																												
														
														
													ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সকল দল তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। এর মাঝেই আইসিসি নানা রকম প্রচারণার মাধম্যে ভক্তদের আকর্ষণ ধরে রাখছে। সম্প্রতি আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার স্বপ্নের একাদশ বেছে নিয়েছেন। প্রকাশ করা হয়েছে তার বেছে নেওয়া প্রথম পাঁচ জন ক্রিকেটারের নাম।
বাটলারকে তার স্বপ্নের একাদশ বেছে নিতে বলা হয়েছিল। শর্ত ছিল, অবসর নেওয়া ক্রিকেটারদের রাখা যাবে না সেই দলে। তার দলের ১ম ৫ জন হলেন আদিল রশিদ, কুইন্টন ডি কক, রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল, অনরিখ নোখিয়ে।
বর্তমান বিশ্বকাপ জয়ী বাটলার প্রথমেই তার সতীর্থ আদিল রশিদের নাম বলেছেন। ওডিআই ক্রিকেটে ৩২.৪২ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে রশিদের, ইকোনমি মাত্র ৫.৭১। গত বিশ্বকাপ ছিল নিজের প্রথম বিশ্বকাপ। সেখানে ১১ উইকেট নিয়েছিলেন রশিদ।
এরপর বাটলার বলেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের নাম। এবারের বিশ্বকাপের উইকেটরক্ষকদের মধ্যে ডি কককেই সেরা বলে মনে করেন বাটলার। একদিনের ক্রিকেটে তার নামের পাশে ৬১৭৮ রান এবং ১৯০টি ক্যাচ ও ১৬টি স্টাম্পিং লেখা রয়েছে।
তৃতীয় ক্রিকেটার হিসেবে বাটলার রোহিত শর্মাকে পছন্দ করেছেন। বাটলারের মতে, ফর্মে থাকলে রোহিতই বিশ্বের সব থেকে বিধ্বংসী ওপেনার। চতুর্থ ক্রিকেটার হিসেবে বাটলারের একাদশে রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ব্যাট বা বল হাতে যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
ভারতের উইকেট বিবেচনায় দক্ষিণ আফ্রিকার পেস বলার অনরিখ নোখিয়ে উপযোগী বলে মনে করেন তিনি। ওডিআইতে নোখিয়ের উইকেট সংখ্যা ৩৬ হলেও পরিসংখ্যান দিয়ে তাকে বিচার করতে চান না জস। বাটলারের পছন্দের একাদশের বাকি ৬ জনের নাম এখনও প্রকাশ করেনি আইসিসি।
আরও পড়ুন: তামিমকে গোপন তথ্য প্রকাশ্যে আনতে বলেছেন সুজন
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমকে/এজে
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	