Connect with us
ফুটবল

বিশ্বকাপ ২০২৬: প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি টিকিট

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও আট মাস বাকি, কিন্তু উৎসবের আমেজ শুরু হয়ে গেছে আগেই। ফিফা জানিয়েছে, প্রথম ধাপে ইতিমধ্যেই বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট। চলতি মাসের শুরুতে টিকিট বিক্রি শুরু হলেও, এবারই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানাল এই তথ্য।

সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ফিফা জানিয়েছে, বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। তবে এখন পর্যন্ত ৪৮ দলের মধ্যে ২৮টির বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে।

টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় বাকি সাতটি দেশ হলো ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।



ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা এই ঐতিহাসিক বিশ্বকাপে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন, তা সত্যিই অসাধারণ। এটা প্রমাণ করে, এই আয়োজন সারা বিশ্বের মানুষকে ও তাদের উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে।”

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত সমর্থকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ অক্টোবর থেকে। এবারও নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে।

স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতা মিলিয়ে ৭১ লাখের বেশি আসন থাকলেও, সাধারণ দর্শকদের জন্য কত টিকিট বিক্রি হবে তা এখনও নিশ্চিত নয়।

সবচেয়ে কম দামের টিকিট ৬০ ডলার, আর যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলারের মধ্যে। এবারই প্রথম ফিফা টিকিট মূল্যে “ডায়নামিক প্রাইসিং” ব্যবস্থা চালু করছে।

দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিতদের জন্য নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কেনা যাবে। দলগুলোর সূচি ঘোষণার পর ডিসেম্বরেই শুরু হবে তৃতীয় ধাপের বিক্রি। শেষ পর্যায়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট পাওয়া যাবে, আর ফিফা ইতিমধ্যেই তাদের অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম চালু করেছে।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল