Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপ ফাইনাল : দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্য দিল ভারত

Women’s World Cup Final: India set South Africa a target of 299 runs
বিশ্বকাপের ফাইনালে ২৯৮ রান সংগ্রহ করেছে ভারত। ছবি- বিসিসিআই

নারী ওয়ানডে বিশ্বকাপের জমজমাট ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে টস ছেরে আগে ব্যাট করতে নেমে বড় লক্ষ পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে হারমানপ্রীত করের দল।

নারী ওয়ানডে বিশ্বকাপে এখনো শিরোপার দেখা পায়নি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত এর আগে দুটি ফাইনাল হেরেছে। দুই ফাইনাল হারের পর অবশেষে শিরোপার দেখা পেতে প্রোটিয়াদের ২৯৭ রানের মধ্যেই আটকাতে হবে ভারতকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম ফাইনালে উঠেছে। নিজের প্রথম ফাইনালে শিরোপা জিততে ৩০০ বলে ২৯৯ রান করতে হবে লরা উলভার্টদের।

এদিন মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শেফালি ভর্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম আঘাত হানেন কোলে লেসলি ট্রিয়ন। ৫ রানের জন্য ফিফটি মিস করে ফেরেন মান্ধানা। ৫৮ বলে ৭ চারের মারে ৪৫ রান করেন এই ওপেনার।



দ্বিতীয় উইকেটে জেমিজা রদ্রিগেজকে নিয়ে আরও ৬২ রান যোগ করেন শেফালিম দলের ১৬৬ রানের মাথায় আয়াবঙ্গা খাকার শিকার হয়ে ফেরেন শেফালি। সাজঘরে ফেরার আগে ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রান করেন এই ওপেনার। কিছুক্ষণ পরেই শেফালির দেখানো পথে হাঁটেন সেমিফাইনালের সেরা ব্যাটার জেমিমা। আজ ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৭ বলে ২৪ রান করে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

দ্রুত দুটি উইকেট হারানোর পর হারমানপ্রীত ও দীপ্তি শর্মা ৫২ রানের জুটি গড়েন। দলীয় ২২৩ রানের মাথায় ২০ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। এরপর আমানজত কর এসে ১২ রান যোগ করে বিদায় নেন। তবে ষষ্ঠ উইকেটে রিচা ঘোষ ও দীপ্তির ৪৭ রানের জুটিতে তিনশ’র কাছাকাছি পুঁজি গড়তে সক্ষম হয় টিম ইন্ডিয়া। দীপ্তি ৫৮ বলে ৫৮ এবং রিচা ২৪ বলে ৩৪ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন আয়াবঙ্গা খাকা। এছাড়া একটি করে উইকেট নেন নাদিন দি ক্লার্ক, কোলে লেসলি ট্রিয়ন ও ননকুলুলেকো ম্লাবা।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট