 
																												
														
														
													চলতি বছরের সেপ্টেম্বর আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে। এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলোম্বোতে। নারীদের এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসেই টুর্নামেন্ট শুরুর সময়, নকআউট পর্বের দিনক্ষণ এবং ভেন্যু প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ – এর সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। ২০২২-২৫ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। যেখানে স্বাগতিক ভারতসহ রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। আর পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে শেষ দুই দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ – এর সময়সূচি অনুযায়ী বরাবরের মতোই এবারও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। প্রথম পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ ৪ দল সরাসরি সেমিফাইনালে উঠবে।
আরও পড়ুন:
» টেস্ট চ্যাম্পিয়নশিপে কবে-কোথায় বাংলাদেশের ম্যাচ?
» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে-কখন
ভারতের ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এগুলো হলো— বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম এবং ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম। এছাড়া পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ২০২৫ নারী বিশ্বকাপের পর্দা উঠবে। ২৬ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর ২৯ অক্টোবর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারলে কলম্বোয় অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরদিন ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ২ নভেম্বর বেঙ্গালুরুর অথবা কলোম্বোতে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
একনজরে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ – এর সময়সূচি :
গ্রুপ পর্ব
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (বাংলাদেশ) | 
| ৩০ সেপ্টেম্বর | ভারত বনাম শ্রীলঙ্কা | বেঙ্গালুরু | বিকাল সাড়ে ৩টা | 
| ১ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | ইন্দোর | বিকাল সাড়ে ৩টা | 
| ২ অক্টোবর | বাংলাদেশ বনাম পাকিস্তান | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ৩ অক্টোবর | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | বেঙ্গালুরু | বিকাল সাড়ে ৩টা | 
| ৪ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ৫ অক্টোবর | ভারত বনাম পাকিস্তান | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ৬ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | ইন্দোর | বিকাল সাড়ে ৩টা | 
| ৭ অক্টোবর | ইংল্যান্ড বনাম বাংলাদেশ | গুয়াহাটি | বিকাল সাড়ে ৩টা | 
| ৮ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ৯ অক্টোবর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ভিশাখাপত্তম | বিকাল সাড়ে ৩টা | 
| ১০ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ | ভিশাখাপত্তম | বিকাল সাড়ে ৩টা | 
| ১১ অক্টোবর | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | গুয়াহাটি | বিকাল সাড়ে ৩টা | 
| ১২ অক্টোবর | ভারত বনাম অস্ট্রেলিয়া | ভিশাখাপত্তম | বিকাল সাড়ে ৩টা | 
| ১৩ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | ভিশাখাপত্তম | বিকাল সাড়ে ৩টা | 
| ১৪ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ১৫ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ১৬ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ | ভিশাখাপত্তম | বিকাল সাড়ে ৩টা | 
| ১৭ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ১৮ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ১৯ অক্টোবর | ভারত বনাম ইংল্যান্ড | ইন্দোর | বিকাল সাড়ে ৩টা | 
| ২০ অক্টোবর | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ২১ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ২২ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | ইন্দোর | বিকাল সাড়ে ৩টা | 
| ২৩ অক্টোবর | ভারত বনাম নিউজিল্যান্ড | গুয়াহাটি | বিকাল সাড়ে ৩টা | 
| ২৪ অক্টোবর | পাকিস্তান বনাম শ্রীলঙ্কা | কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ২৫ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | ইন্দোর | বিকাল সাড়ে ৩টা | 
| ২৬ অক্টোবর | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | গুয়াহাটি | সকাল সাড়ে ১১টা | 
| ২৬ অক্টোবর | ভারত বনাম বাংলাদেশ | বেঙ্গালুরু | বিকাল সাড়ে ৩টা | 
সেমিফাইনাল ও ফাইনাল
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (বাংলাদেশ) | 
| ২৯ অক্টোবর | সেমিফাইনাল – ১ | গুয়াহাটি/ কলম্বো | বিকাল সাড়ে ৩টা | 
| ৩০ অক্টোবর | সেমিফাইনাল – ২ | বেঙ্গালুরু | বিকাল সাড়ে ৩টা | 
| ২ নভেম্বর | ফাইনাল | কলম্বো / বেঙ্গালুরু | বিকাল সাড়ে ৩টা | 
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৫/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	