
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর। কবি কাজী নজরুলের এই অমর লাইনের মতোই বাংলার ফুটবলের অর্ধেক ভার এখন নারী দলের হাতে। তবে অর্ধেক বললে ভুল হবে- সাফল্যের বেশিটাই নারী ফুটবলারদের দখলে।
বাংলাদেশের ফুটবলে প্রাপ্তির খাতাটা নারীদের দিকেই বেশি ভারী। কিন্তু খুব বেশি দিন হয়নি বাংলার নারীদের আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখার।
এইতো সেদিন ২০১০ সালের জানুয়ারীতে ঢাকায় সাফ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু হয় নারীদের। এতে সাফল্য ধরা দিয়েছে দ্রুতই। বেশ কয়েকবার সাফ জয়ের মাধ্যমে এই টুর্নামেন্টটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের নারীরা।
সম্প্রতি যেন নিজেদেরই ছাড়িয়ে যাচ্ছেন তারা। র্যাংকিয়ে যোজন যোজন এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে এশিয়ান কাপ ২০২৬ এ জায়গা করে নিয়েছে বাংলার বাঘিনীরা। তাদের ক্রমবর্ধমান সাফল্য জাতী স্বপ্ন দেখছে নারী বিশ্বকাপে লাল-সবুজকে দেখার।
এশিয়ান কাপে সেরা ছয়ে থাকলে সরাসরি জায়গা মিলবে বিশ্বকাপে,৭ কিংবা ৮ এ থাকলে খেলতে হবে মহাদেশীয় প্লে অফ।তবে পথটা অতটাও সহজ নয়,উপরের সবগুলো দল ই র্যাংকিং কিংবা পারফরম্যান্স অথবা টেকনিক সব দিক থেকে ঢের এগিয়ে বাংলাদেশের চেয়ে।
তবে বাংলাদেশের নারীর যেভাবে যাদুকরী পারফরম্যান্স দেখাচ্ছে তাতে আাশা করাই যায়- বাংলার ফুটবলে নতুন সূর্য উদিত হবে খুব দ্রতই।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/এসএ
