Connect with us
ফুটবল

নারী এশিয়ান কাপ ২০২৬ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

Women's Asian Cup 2026__Full schedule at a glance
আগামী বছরের মার্চে পর্দা উঠবে নারী এশিয়ান কাপের। ছবি- সংগৃহীত

আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ম্যাচগুলো। এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টটিকে সামনে রেখে মঙ্গলবার (২৯ জুলাই) চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান।

তিন গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ১২টি দল। ড্র শেষে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনস। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। এছাড়া ‘সি’ গ্রুপে পড়েছে ভারত, জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে।

তিন গ্রুপে থাকা ১২ দল নকআউট পর্বে ওঠার লক্ষ্যে লড়াই করবে। এদের মধ্যে প্রতিটি গ্রুপের সেরা দুই দল নিয়ে মোট ৬ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দলসহ মোট ৮টি দল যাবে কোয়ার্টারে। এরপর কোয়ার্টারে জয়ী চার দল সেমিফাইনাল এবং সেমিফাইনালের সেরা দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।




আরও পড়ুন:

» নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

» এশিয়া কাপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি


আগামী ১ মার্চ অস্ট্রেলিয়া ও ফিলিপাইনসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ নারী এশিয়ান কাপের। ১ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ। ১৩ থেকে ১৫ মার্চ কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১৭ ও ১৮ মার্চ দুটি সেমিফাইনাল এবং ২১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

২০২৬ নারী এশিয়ান কাপে কোন গ্রুপে কে

গ্রুপ এ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনস
গ্রুপ বি : বাংলাদেশ, চীন, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান
গ্রুপ সি : ভারত, জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে

২০২৬ নারী এশিয়ান কাপের পূর্ণাঙ্গ সময়সূচি

গ্রুপ পর্ব 

 তারিখ  ম্যাচ  ভেন্যু 
 ১ মার্চ অস্ট্রেলিয়া বনাম ফিলিপাইনস পার্থ
 ২ মার্চ দক্ষিণ কোরিয়া বনাম ইরান গোল্ড কোস্ট
 ৩ মার্চ  বাংলাদেশ বনাম চীন  সিডনি 
 ৩ মার্চ উত্তর কোরিয়া বনাম উজবেকিস্তান সিডনি
 ৪ মার্চ ভিয়েতনাম বনাম ভারত পার্থ
 ৪ মার্চ জাপান বনাম চাইনিজ তাইপে পার্থ
 ৫ মার্চ  অস্ট্রেলিয়া বনাম ইরান গোল্ড কোস্ট
 ৫ মার্চ ফিলিপাইনস বনাম দক্ষিণ কোরিয়া গোল্ড কোস্ট
 ৬ মার্চ উজবেকিস্তান বনাম চীন সিডনি
 ৬ মার্চ  বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া  সিডনি 
 ৭ মার্চ ভারত বনাম জাপান পার্থ
 ৭ মার্চ ভিয়েতনাম বনাম চাইনিজ তাইপে পার্থ
 ৮ মার্চ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ কোরিয়া সিডনি
 ৮ মার্চ ইরান বনাম ফিলিপাইন্স গোল্ড কোস্ট
 ৯ মার্চ উত্তর কোরিয়া বনাম চীন সিডনি
 ৯ মার্চ  বাংলাদেশ বনাম উজবেকিস্তান  পার্থ 
 ১০ মার্চ জাপান বনাম ভিয়েতনাম পার্থ
 ১০ মার্চ ভারত বনাম চাইনিজ তাইপে সিডনি

কোয়ার্টার ফাইনাল 

 তারিখ  ম্যাচ  ভেন্যু 
 ১৩ মার্চ গ্রুপ এ-২ বনাম গ্রুপ বি-২ পার্থ
 ১৪ মার্চ গ্রুপ এ-১ বনাম গ্রুপ বি/সি-৩ সিডনি
 ১৪ মার্চ গ্রুপ বি-১ বনাম গ্রুপ সি-২ পার্থ
 ১৫ মার্চ গ্রুপ সি-১ বনাম গ্রুপ এ/বি-৩ সিডনি

সেমিফাইনাল ও ফাইনাল 

 তারিখ  ম্যাচ  ভেন্যু 
 ১৭ মার্চ সেমিফাইনাল-১ সিডনি
 ১৮ মার্চ সেমিফাইনাল-২ পার্থ
 ২১ মার্চ  ফাইনাল  সিডনি 

উল্লেখ্য, এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দল চীন। এখন পর্যন্ত ৯টি শিরোপা জিতেছে তারা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সবশেষ ২০২২ আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হারিয়ে নবম শিরোপা ঘরে তুলেছিল দলটি।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল