
ফুটবলারদের জীবনে অবসর আসে, কিন্তু সেই অবসর ভেঙে আবার মাঠে ফেরাটা খুব কমই দেখা যায়। তবে ৩৫ বছর বয়সী পোলিশ গোলকিপার ভয়েচেক স্ট্যান্সনির জীবনে ঠিক এটাই ঘটেছে। গত বছরের আগস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর মাত্র দুই মাস পরেই তিনি ফিরে আসেন, আর এবার তো বার্সেলোনার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে এক নতুন অধ্যায় শুরু করলেন!
স্ট্যান্সনির এই নাটকীয় প্রত্যাবর্তন শুরু হয়েছিল গত অক্টোবরে, যখন বার্সেলোনার মূল গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চোটের কারণে শূন্যতা পূরণে ক্লাব তাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে স্ট্যান্সনি শুধু শূন্যতাই পূরণ করেননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রাতে মুখোমুখি চেলসি ও ফ্লুমিনেন্স
» রিয়ালের ৩ ফুটবলারকে বড় দুঃসংবাদ দিলো উয়েফা
চুক্তি নবায়নের বিষয়ে বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গত মে মাসেই স্ট্যান্সনি জানিয়েছিলেন যে তিনি নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অবশেষে, সেই আলোচনা ইতিবাচক ফল এনেছে, যা বার্সেলোনা কর্তৃপক্ষ গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
স্ট্যান্সনির এই নতুন চুক্তির ফলে বার্সেলোনার গোলপোস্টে এখন চারজন গোলরক্ষক! টের স্টেগেন চোট থেকে সেরে ফিরেছেন, দলে আছেন ইনিয়াকি পেনিয়া এবং সম্প্রতি এস্পানিওল থেকে ২৪ বছর বয়সী প্রতিভাবান জোয়ান গার্সিয়াকেও দলে ভেড়ানো হয়েছে, যাকে স্পেনের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে।
২০০৯ সালে আর্সেনালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা স্ট্যান্সনি জুভেন্টাস ছাড়ার পরই গত বছর আগস্টে অবসরের ঘোষণা দিয়েছিলেন। মাঝে ব্রেন্টফোর্ড ও রোমার হয়ে ধারে খেলেছেন তিনি। তবে অবসরের কয়েক সপ্তাহ পরই বার্সেলোনার ডাক তার জীবনে নতুন মোড় এনে দেয়। কোচ হান্সি ফ্লিকের আস্থা জয় করার পাশাপাশি, স্ট্যান্সনি তার আচরণ এবং স্থিরতা দিয়ে সমর্থকদের মনও জয় করে নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ
