Connect with us
ফুটবল

মেসি নেই, ইকুয়েডর বিপক্ষে আর্জেন্টিনার আকাদশে কারা থাকবেন?

টিম আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শেষ ম্যাচ ঘিরে খুব বেশি চাপ নেই আকাশী নীলদের। ইকুয়েডরের মাঠে হতে যাওয়া এই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। এছাড়া নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না দলের অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও। এর ফলে লিওনেল স্কালোনির একাদশে একাধিক পরিবর্তন আসা নিশ্চিত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো বালের্দি। তরুণ মিডফিল্ডার নিকো পাজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

অন্যদিকে কিশোর প্রতিভা মাস্তানতুয়নো সম্ভবত একাদশের বাইরে থাকবেন। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি আরও স্পষ্ট ধারণা দিতে পারেন।



মেসির অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য নতুন কিছু নয়। বাছাইপর্বের কয়েকটি ম্যাচেই বিশ্রামে ছিলেন তিনি। তবে তার উপস্থিতি ও অনুপস্থিতি দলের খেলার ধরণে যে পার্থক্য গড়ে দেয়, তা অনেক সময়ই চোখে পড়ে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি তাই নতুনদের নিজেদের প্রমাণের মঞ্চ হতে পারে। বিশেষ করে তরুণ ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা সুযোগ পেলে স্কালোনির নজর কাড়তে চাইবেন।

রোমেরোর নিষেধাজ্ঞার কারণে রক্ষণভাগেও পরীক্ষা–নিরীক্ষা দেখা যেতে পারে। বালের্দির সুযোগ পাওয়া তাই অনেকটাই নিশ্চিত। এছাড়া গোলরক্ষকের জায়গাতেও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

শেষ ম্যাচে হারলেও বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রাখবে আর্জেন্টিনা। তাই চাপমুক্ত অবস্থায় খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল