জমজমাট এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফায়ারে জয়ের জন্য শেষ বলে সিলেটের দরকার ছিল ৬ রানের, শেষ বলে সেই দুরূহ কাজ করেছেন ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস ওকস। তাইতো সংবাদ সম্মেলনেও বেশ উচ্ছ্বসিত এই ইংলিশ অলরাউন্ডার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতার অনুভূতি নিয়ে ওকস বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। এর আগে আমি কখনোই শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিনি। আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে শেষ বলে ছক্কা হাঁকানোর দরকার ছিল, কিন্তু পারিনি। কিন্তু এবার পেরেছি, তাই এটি মনে থাকবে।’
ম্যাচের এমন মুহুর্তে ছক্কা হাঁকানো কতটা সহজ ছিল ওকসের, এমন প্রশ্নের জবাবে ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘আসলে অত ভাবার সময় পাওয়া যায় না। আমি আসলে স্লোয়ার বা কাটার আশা করছিলাম এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বলটা যখন গতিতে এলো, আমি শুধু ব্যাট চালিয়েছি এবং সেটা কাজে লেগেছে।’
শেষ বলের জন্য প্রস্তুতি নিয়ে ওকস বলেন, ‘আমি বোলার হলে কোথায় বল করতাম, সেটা ভাবছিলাম। ৬ রান দরকার হলে সাধারণত ওয়াইড ইয়র্কার খুব ভালো অপশন। ফাহিম আগের ৫টা বল স্লোয়ার কাটার দিয়েছিল, আমি কাটারই আশা করেছিলাম। কিন্তু বলটা যখন গতিতে এলো, আমি ব্যাট চালিয়েছিলাম এবং সেটা কাজে এসেছে।’
টুর্নামেন্টের একেবারে শেষেরদিকে সিলেটে যোগ দিয়েছেন ওকস। তার সিলেটে যোগ দেওয়ার পেছনে মঈন আলির অবদানের কথা উল্লেখ করে ওকস বলেন, ‘মঈন বড় ভূমিকা রেখেছে। সে এখানে অনেক খেলেছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা নিতে চাই৷ মঈন আমাকে বলেছিল এই দলটা আমাকে নিতে আগ্রহী, এরপরই সবকিছু চূড়ান্ত হয়েছে।’
তবে ম্যাচ জয়ে নিজের অবদানের পাশাপাশি অধিনায়ক মিরাজ ও স্বদেশী সতীর্থ স্যাম বিলিংসের অবদানও স্বীকার করেন ওকস। তাদের জুটিতে ভর করেই দল চাপ সামলে উঠতে পেরেছে বলে মনে করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/এআই
