ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দলে নেই অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
সম্প্রতি টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া উইলিয়ামসন এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অংশ নিচ্ছেন না। আগামী মাসের শুরুতে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতেই এখন মনোযোগ দিচ্ছেন এই ব্যাটার।
তবে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতেই মুখিয়ে আছে ব্ল্যাকক্যাপসরা।
ইনজুরির কারণে এবারও দলে নেই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ আব্বাস (পাঁজর), ফিন অ্যালেন (পা), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলনে (গোড়ালি), উইল ও’রুর্ক (পিঠ), গ্লেন ফিলিপস (কুঁচকি) ও বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং)। তবে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন পেসার ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে টিকনার দারুণ খেলেছে। ওর গতি আর বাউন্স প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছে। খুব অল্প সময়ের প্রস্তুতি নিয়েও যেভাবে পারফর্ম করেছে, সেটা প্রশংসার যোগ্য। এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়া আমাদের জন্য আনন্দের।”
ওয়াল্টার আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই বিপজ্জনক প্রতিপক্ষ। ওদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের জন্য এটা আরেকটা গুরুত্বপূর্ণ সিরিজ, যেখানে আমরা নিজেদের আরও উন্নত করতে চাই।”
নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চে, দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ন্যাপিয়ারে এবং সর্বশেষ ওয়ানডে হবে ২২ নভেম্বর হ্যামিলটনে।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ
