
চলতে এশিয়া কাপ বয়কট করার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এমন কোন কিছু ঘটালে প্রায় ১২ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়বে তারা। বাংলাদেশের মুদ্রায় হিসেব করলে অন্তত ১৪৫ কোটি টাকা মুনাফা থেকে বঞ্চিত হবে পিসিবি। এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
মূলত এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের শেষে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচের শেষে পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। অন্যথায় এশিয়া কাপ বয়কটের হুমকি দেয় পিসিবি।
নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক আয়ের ৭৫ শতাংশ মুনাফার ভাগ পায় পাঁচ টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রত্যেকে ১৫ শতাংশ করে রাজস্ব পেয়ে থাকে। এছাড়া বাকি ২৫ শতাংশ ভাগ পায় সহযোগী দেশগুলো। সম্প্রচার চুক্তি (টিভি ও ডিজিটাল), স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে এই আয় হয়ে থাকে এসিসির।
এদিকে কেবল চলতি এশিয়া কাপ থেকেই পিসিবির আয়ের সম্ভাবনা ছিল প্রায় ১২–১৬ মিলিয়ন ডলার। যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের প্রায় ৭ শতাংশ। এমন পরিস্থিতিতে পিসিবি যদি এশিয়া কাপ থেকে সরে দাঁড়ায়, তবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। তাই প্রশ্ন উঠেছে দাবি অনুযায়ী যদি আইসিসি কোনও ব্যবস্থা না নেয়, তবে কি আসলেই এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারবে পাকিস্তান?
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এফএএস
