
গতকাল বাংলাদেশে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন, দগ্ধ হয়েছেন অনেকে। এই দুর্ঘটনার পর থেকেই শোকস্তব্ধ পুরো দেশ। এই শোক নিয়েই আজ (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
গতকাল (সোমবার) শোকের আবহে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ। যেখানে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। পরবর্তীতে এই শিরোপা মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের উৎসর্গ করেন বাংলার মেয়েরা। আজ ক্রিকেটে ছেলেরা নামবেন পাকিস্তানকে সিরিজ হারানোর লক্ষ্যে। তারা কি এই দুঃসময়ে দেশবাসীকে জয় উপহার দিয়ে সিরিজ নিশ্চিত করতে পারবেন?
দেশের ক্রিকেটে খারাপ সময় চলছিলো অনেকদিন ধরেই। সবশেষ শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুটা প্রাণ ফিরে পেয়েছে জাতীয় দল। এবার তাদের সামনে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। আজ পাকিস্তানকে হারাতে পারলেই এই লক্ষ্য পূরণ হবে।
আরও পড়ুন:
» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও থাকবে বিষণ্ণ, বাজবে না কোনো মিউজিক!
» আমরা সবাই শোকাহত, এ জয় উৎসর্গ করলাম
পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এমনকি হোয়াইটওয়াশও করেছে। কিন্তু টি-টোয়েন্টি দুই বা তার অধিক ম্যাচের সিরিজে এখনো সিরিজ জিততে পারেনি টাইগাররা।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশ সফরে একটি টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান। সেই ম্যাচটিতে জিতেছিল বাংলাদেশ। কোনো সফরে এক ম্যাচকে যদি সিরিজ ধরা হয়, তাহলে সেটাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে দুই বা তার অধিক ম্যাচে প্রথমবার সিরিজ জয় নিশ্চিতের দিকে তাকিয়ে লিটনরা।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। মিরপুরে আগে ব্যাট করতে নেমে ১১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। আজ একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/বিটি
