
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ফেরেননি সাকিব। তিনি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও এরপর আর দেশে দেখা যায়নি তাকে।
গণ-অভ্যুত্থানের ঠিক পরপরই পাকিস্তান ও ভারতের বিপক্ষে বিদেশ সফরে অংশ নিলেও, বাংলাদেশে না ফেরায় জাতীয় দল থেকেও ছিটকে পড়েন এই তারকা ক্রিকেটার।
গত অক্টোবরে সাকিব দেশে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে। দুবাই হয়ে ঢাকায় ফেরার পথে জনবিক্ষোভের মুখে পড়েন তিনি। পরিস্থিতির কারণে দেশে না নেমে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।
এরপর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যা তার দেশে ফেরা ও জাতীয় দলে ফেরাকে আরও অনিশ্চিত করে তোলে। অনেকে প্রশ্ন তুলছেন, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার কি এখানেই শেষ?
আরও পড়ুন:
»বাংলাদেশের বিপক্ষে হেরে উইকেট নিয়ে যা বললেন পাকিস্তানের কোচ
»সিঙ্গাপুর ম্যাচে দেরি, বাফুফেকে এএফসির জরিমানা
এই পরিস্থিতিতে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সাকিবের দলে ফেরার সম্ভাবনা আছে কি না? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
টি-স্পোর্টসকে দেওয়া উত্তরে বিসিবির সাবেক এই পরিচালক বলেন, সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলায় রাজনীতি আনতে চাইনি, এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে।
ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/এসএ/এনজি
