আইপিএলের সবশেষ মৌসুমের মেগা নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে শেষ দিকে মাত্র তিনটি ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দলের অন্যরা সুযোগ না পেলেও সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে নিয়মিতই দেখা যায় মুস্তাফিজ কে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এই পেসার। দল প্লে-অফে গেলে ম্যাচসংখ্যা আরো বাড়ার সুযোগ থাকলেও তেমনটা হয়নি।
মাত্র তিন ম্যাচে সুযোগ পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এই কাটার মাস্টার। ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেন তিনি, এরমধ্যে এক ম্যাচেই পেয়েছেন ৩ উইকেট।
ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, মিনি নিলাম সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলোকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখবে ও ছেড়ে দেবে। তাই এরই মধ্যে স্কোয়াড সাজানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত আসরে বদলি হিসেবে খেলায় মুস্তাফিজ কে রিটেইন করার সুযোগ নেই দিল্লির। তবে, চাইলে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলাম থেকে এই কাটার মাস্টারকে আবার দলে ভেড়াতে পারে দলটি।
আইপিএলের গত আসরে প্রত্যাশামাফিক ফল পায়নি দিল্লি। প্রথম সাত ম্যাচের পাঁচটিতেই জিতে সেমিফাইনালে খেলার আশা জাগিয়েছিল তারা। তবে দ্বিতীয় পর্বে হয় ছন্দপতন, শেষ সাত ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে। শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি।
প্রত্যাশা মাফিক ফল না পাওয়ায় এবার আগে থেকেই দল গোছাতে তোড়জোর শুরু করেছে দিল্লি। শোনা যাচ্ছে গত আসরে পারফরম্যান্স করতে না পারা বেশ কয়েকজনকে ছাড়তে পারে দলটি।
আইপিএলের মেগা নিলামের আগে মাত্র চারজন ক্রিকেটার ধরে রাখার নিয়ম থাকলেও মিনি নিলামের আগে তেমন কিছু নেই। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ইচ্ছেমতো প্লেয়ার রিটেন করতে পারে এবং ছেড়ে দিতে পারবে।
আসন্ন নিলামের আগে দিল্লি শিবিরে সবচেয়ে আলোচিত নাম লোকেশ রাহুল। কলকাতা নাইট রাইডার্স নাকি ইতোমধ্যে রাহুলকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাহুলের বিনিময়ে আন্দ্রে রাসেলকে অফার করতেও প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা। তবে রাহুলকে এখনই ছাড়তে চায় না দিল্লি। গত বছরের ধারাবাহিক পারফরম্যান্স ও বর্তমান ফর্ম আশা দেখাচ্ছে দলটিকে।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এআই