Connect with us
ক্রিকেট

ভারতের বিশ্বকাপ দলে হার্দিকের জায়গা হবে?

Will Hardik have a place in the Indian World Cup team?
হার্দিক পান্ডিয়া। ছবি- সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি দলে বলতে গেলে এখন অবধারিত এক নাম হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে অনবদ্য এই অলরাউন্ডারকে আসন্ন বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। কিন্তু চলমান আইপিএলে বোলিংয়ের প্রতি একদমই মনোযোগ দিতে দেখা যাচ্ছে না হার্দিককে।

তাই অলরাউন্ডার কোটায় হার্দিক বিশ্বকাপ দলে অটো চয়েস থাকতে পারবেন কি না সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। জনপ্রিয় এই ধারাভাষ্যকার মনে করেন, শুধু ব্যাট হাতে দলে সুযোগ পাওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে। চলমান আইপিএলে তেমন একটা বল করতে দেখা যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে।

ক্রিকবাজকে এই জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, ‘বোলিং বাদে সে কি বর্তমানে ভারতের শীর্ষ ৬ ব্যাটারের মধ্যে আছে? বল না করলে সে কি বিশ্বকাপ দলে সুযোগ পাবে? আমি অবশ্য তার পারফরম্যান্সে মোটেই খুশি হতে পারছি না। আইপিএলে সে বল তো করছেই না, ব্যাট হাতেও তার অসাধারণ ফিনিশিংয়ের অভাব দেখছি। এই প্রতিযোগিতার সময়ে ব্যাট হাতে তাকে আরও কার্যকরী হতে হবে।’

আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচের শুরুতেই বল করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সদ্য নিয়োগপ্রাপ্ত দলপতি। এরপর মাঝে তিন ম্যাচে আর বল করতে আসেননি। সবশেষ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ১ ওভার বল করেছিলেন হার্দিক। হঠাৎ বল করা কমিয়ে দেওয়ায় ভারতীয় অলরাউন্ডার চোটে পড়েছেন কি না তা নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।

সাবেক কিউই পেসার ও আইপিএলের ধারাভাষ্যকার সাইমন ডুল তো বলেই দিয়েছেন, হার্দিক চোটে পড়লেও স্বীকার করছে না। আসরের বাকি সময়টাও এখন যদি এভাবে চলতে থাকে তাহলে হার্দিকের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা হয়তো সত্যিই শঙ্কার মুখে পড়বে।

আরও পড়ুন: ধোনি-মুস্তাফিজদের চেন্নাইয়ে যোগ দেবেন রোহিত! 

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট