Connect with us
ক্রিকেট

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ? কি সিদ্ধান্ত বিসিবির

Will Bangladesh tour Pakistan
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। তবে চলমান ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে এই সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সিরিজ মাঠে গড়ানো অনেকটাই অসম্ভব। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তান সফর করতে পারে টাইগাররা।

ভারত-পাকিস্তানের এই উত্তেজনাকর পরিস্থিতি ক্রিকেটে বড় প্রভাব ফেলেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। এতে একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তাছাড়া পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা ও রিশাদ হোসেনকেও দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে পাকিস্তানে দল পাঠাবে বিসিবি?

আজ এ বিষয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। তিনি জানান, পরিস্থিতি ঠিক হলে পাকিস্তান সফর করবে টাইগাররা। সফরের বিষয়ে ক্রিকেটারদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি

আরও পড়ুন:

» পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদদের নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবি

» শ্রীলঙ্কায় সিরিজ জিতল বাংলাদেশ, সেঞ্চুরির আক্ষেপ অধিনায়কের 

আকরাম খান বলেন, ‘আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমরা অবশ্যই যাব। তাছাড়া পাকিস্তান কী বলছে সেটাও আমাদের দেখতে হবে। ওদের পরিস্থিতি ওরা ভালো জান। এটা নিয়ে ওরা সিদ্ধান্ত জানাবে। তবে পরিস্থিতি বেশি খারাপ হয়ে গেলে আমরা যাওয়া কিংবা না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে জরুরি। আমরা এটাকেই প্রাধান্য দেব। আমরা আর কিছুদিন অপেক্ষা করে দেখব পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া যাবে।’

শুধু পাকিস্তান সফরই নয়, ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়েও চিন্তিত আকরাম। পরিস্থিতি আর খারাপের দিকে না যাক এমনটাই প্রত্যাশা তার, ‘বাংলাদেশের পাকিস্তান সফর, ভারতেরও বাংলাদেশ সফর আছে। এরপর এশিয়া কাপ আছে। সবকিছু মিলিয়ে, পরিস্থিতি স্বাভাবিক না হলে একটু কঠিন হয়ে যাবে। আল্লাহ না করুক, পরিস্থিতি যেন আর খারাপের দিকে না যায়।’

পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতে সিরিজ খেলে ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে শান্ত-লিটনদের। তবে এখন দেখার পালা শেষ পর্যন্ত এই সিরিজ নিয়ে কি সিদ্ধান্ত নেয় বিসিবি!

ক্রিফোস্পোর্টস/৮মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট