Connect with us
ক্রিকেট

সিলেটে হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ? যা বলছে বিসিবি

Bangladesh vs Netherlands__T20 series
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। আগস্টে কোনো সূচি না থাকায় বাংলাদেশও এশিয়া কাপের আগে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায়। সেই লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আগস্টে ভারতের সঙ্গে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতের আপত্তিতে সিরিজটি এক বছরেও বেশি সময় পিছিয়ে নেওয়া হয়েছে। তাই এই ফাঁকা সময়টাতে এশিয়া কাপের প্রস্তুতির জন্য একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে এই মাসে শীর্ষ দলগুলোর ফাঁকা সূচি না থাকায় আইসিসির দুই সহযোগী দেশ নেপাল ও নেদারল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনের কথা ভাবছিলো বোর্ড। অবশেষে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে নেদারল্যান্ডস। সব ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটনরা।



এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সংবাদমাধ্যমকে বলেন, ‘নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে এসে সিরিজ খেলতে রাজি হয়েছে। তবে সমঝোতা চুক্তি সম্পন্ন না হওয়ায় এখনো ভেন্যু ও তারিখ ঠিক হয়নি। চুক্তি হলেই সবকিছু চূড়ান্ত হবে।’

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে বেশিরভাগ ম্যাচই ছিল লো-স্কোরিং, যা মোটে টি-টোয়েন্টি সুলভ নয়। যে কারণে মিরপুরের উইকেট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে অনেক আগে থেকেই মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা চলছে। এবার ফাহিমও মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন এবং নেদারল্যান্ডস সিরিজের সম্ভাব্য ভেন্যু হিসেবে সিলেটের কথা জানান এই বোর্ড পরিচালক।

ফাহিম বলেন, ‘মিরপুরের উইকেট ভালো নয়, আগেও ভালো ছিল না। এখানে সিরিজ খেললে এশিয়া কাপের প্রস্তুতি ঠিকভাবে হবে না। সিলেটের উইকেট ভালো। নেদারল্যান্ডস সিরিজের ম্যাচগুলো ওই ভেন্যুতে হওয়ার সম্ভাবনা বেশি।’

ইতোমধ্যে বোর্ড থেকে সিরিজের ভেন্যু ও সময় ঠিক করে নেদারল্যান্ডসের বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো জবাব আসেনি। তবে এই সপ্তাহের মধ্যেই সিরিজের চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই জানা যাবে চূড়ান্ত সূচি।

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট