টি–টোয়েন্টি দলের বিশেষ ব্যাটিং ক্যাম্প চলছে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে এসে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল স্পষ্ট করে বললেন, জাকের আলী অনিককে নিয়ে তাঁর আত্মবিশ্বাস আগের মতোই অটুট।
আশরাফুলের মতে, জাকেরের জন্য এই সিরিজটা।(আয়ারল্যান্ড সিরিজ) দুর্ভাগ্যজনক ছিল। টেস্টে সুযোগ পাওয়া হয়নি, টি–টোয়েন্টিতে একটি ম্যাচে নেমেই দুইটি ভুল শটে আউট হয়ে ফিরে যান। তবে বাকি বলগুলোতে ব্যাটিং ছিল পরিকল্পনামাফিক, সেটার দিকেই জোর দিলেন তিনি। তাঁর মতে, সুযোগটা যদি একটু লম্বা হতো, ব্যাক–টু–ব্যাক আরও দুই ম্যাচ পেলে জাকের বড় রানই করত। কারণ মানসিকভাবে সে যথেষ্ট শক্ত, আর তার পারফরম্যান্সের ধারাবাহিকতা ঘরোয়া ক্রিকেটেই প্রমাণিত।
গত তিন মৌসুম জুড়ে ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল, বিসিএল থেকে বিপিএল সব জায়গায় নিয়মিত রান করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে জাকের। আশরাফুল বললেন, জাতীয় দলে এসে তিন ফরম্যাটেই ভালো শুরু করেছে সে। সাম্প্রতিক সময়টা একটু কঠিন গেলেও বিপিএলকে তিনি দেখছেন জাকেরের জন্য আদর্শ সুযোগ হিসেবে। তিনি মনে করেন, বিপিএল একটা প্লেয়ারের জন্য আদর্শ প্ল্যাটফর্ম। জাকের এই সময়টায় যদি নিজেকে নিয়ে আরও কাজ করে তাহলে তার দুর্বলতাগুলো কাটিয়ে খুব শীঘ্রই রানে ফিরতে পারবে।
নোয়াখালী এক্সপ্রেসে জাকের এবার কাজ করবেন খালেদ মাহমুদ সুজনের অধীনে। দীর্ঘদিন ধরে সুজন তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁকে ভালোভাবে চেনেন এটাকে বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন আশরাফুল। তাঁর বিশ্বাস, বিপিএলেই আবার ছন্দে ফিরবে জাকের আলী অনিক। আশরাফুল বলেন, বিপিএল জাকের খেলবে নোয়াখালীর হয়ে, যেখানে কোচ হিসেবে আছেন সুজন ভাই। তিনি অনেকদিন ধরেই জাকেরকে চেনেন। তার সঙ্গে এর আগেও অনেকবার কাজ করেছেন। আশা করি জাকের তার অধীনেই নিজেকে ফিরে পেতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজও বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ সর্বোচ্চ ছয়টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে যা কোনো অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সিরিজ জয়।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/টিএ