এখনও পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া নারী দল। এবার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে রোববার নবি মুম্বাইয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ঘরের মাঠে এমন সুযোগে শঙ্কা তৈরি করেছে আবহাওয়া- বৃষ্টির কারণে ভেসে যেতে পারে বহুল প্রতীক্ষিত শিরোপার লড়াই।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রে ইতোমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। মুম্বাই ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
তবে ভক্তদের দুশ্চিন্তায় কিছুটা স্বস্তি দিয়েছে রিজার্ভ ডে। আইসিসি এই ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে নির্ধারণ করে রেখেছে।
এদিকে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত জায়গা করে নিয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর ফাইনালে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দুদলই ইতিহাস গড়ার অপেক্ষায়- যে দল জিতবে, তারাই প্রথমবারের মতো ক্রিকেটে নারী বিশ্বচ্যাম্পিয়ন হবে।
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অফিসের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে- শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৬ শতাংশ এবং রোববার ৬৩ শতাংশ। বিশেষ করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি (৫০ শতাংশেরও বেশি)। এর আগেও নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃষ্টির কারণে ভারত-বাংলাদেশ ম্যাচটি বাতিল হয়েছিল।
রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয়?
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ থাকলে রিজার্ভ ডেতে (সোমবার) একই জায়গা থেকে খেলা পুনরায় শুরু হবে। প্রয়োজনে ওভারের সংখ্যা কমিয়ে ম্যাচ শেষ করার সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে রিজার্ভ ডেতেও যদি খেলা সম্ভব না হয়, তাহলে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এসএ
