চলতি নারী বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে আগেই। এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। তবে সেমিফাইনালের দল নিশ্চিত হলেও বাকি ছিল সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ। অবশেষে সেমিফাইনালে প্রতিপক্ষও পেয়ে গেল দলগুলো।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে এখনো একটি ম্যাচ বাকি আছে। আগামীকাল (রবিবার) ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জিতলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যাবে। তবে সেমির প্রতিপক্ষে কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে বাংলাদেশকে হারালেও পয়েন্ট টেবিলে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
আজ (শনিবার) লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অজিদের হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে যেত প্রোটিয়ারা। তবে ম্যাচটি ৭ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। যে কারণে পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে ভারত।
আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিন আফ্রিকা। গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একদিন পর ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুটো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/বিটি