Connect with us
ক্রিকেট

ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কারা হচ্ছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন

Icc women world cup trophy with both finalist team
দুই ফাইনালিস্ট অধিনায়কের সঙ্গে বিশ্বকাপ ট্রফি। ছবি- বিসিসিআই

নারী ওয়ানডে বিশ্বকাপে দীর্ঘদিন যাবত নিজেদের আধিপত্য ধরে রেখেছিল অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টের ১২ আসরের মধ্যে ৭ বারই তারা জয় করেছে শিরোপা। আর ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড নারী দল। একমাত্র তৃতীয় দল হিসেবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কেবল নিউজিল্যান্ড। তবে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব।

কেননা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড– কেউই এবার উঠতে পারেনি নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে নারী দল। আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে নিউজিল্যান্ড। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত।

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের কেউই এখন পর্যন্ত জিততে পারেনি চ্যাম্পিয়ন শিরোপা। তাই বলা যায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ভারত ও দক্ষিণ আফ্রিকা নারী দল। আজ রোববার (২ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।



এর আগে সেমিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে রেকর্ড গড়ে পরাজিত করেছে ভারত। তাদের দেওয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয় হারমানপ্রীতের দল। এতে মাত্র তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে এলো ভারত। আগের দুইবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে শিরোপা হারিয়েছিল দলটি।

আর টুর্নামেন্টের প্রথম সেমির লড়াইয়ে ইংল্যান্ডকে পরাজিত করে ইতিহাসে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে প্রোটিয়া নারীরা। প্রথমবার এই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জয়ের লক্ষ্য তাদের।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট