
চলতি বছরের ৫ মাস কেটে যাচ্ছে। এর মধ্যে এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল এই ফরম্যাটের সর্বশেষ ম্যাচ। এরপর বিপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি ও জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলেছে টাইগাররা।
আজ বছরের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগারর। এই ম্যাচ ঘিরে টি-টোয়েন্টি ক্রিকেটে লিটন দাসের অধিনায়কত্বে পা রাখবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে প্রস্তুতিমূলক এই সিরিজটি খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ আগামী ১৯ মে মাঠে গড়াবে। এই সিরিজের আগে নতুন অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি। আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব থাকবে লিটনের কাঁধেই।
আরও পড়ুন:
» অধিনায়ক লিটনের যাত্রা শুরু আজ, বাংলাদেশের ম্যাচ দেখবেন যেভাবে
» সাকিব পিএসএলে-মুস্তাফিজ আইপিএলে, ম্যাচগুলো কবে কখন?
এই ম্যাচের একাদশ নিয়ে একটু এক্সপেরিম্যান্ট দেখা যেতে পারে। কেননা পাকিস্তান সফর ও আগামী বিশ্বকাপের দল নির্বাচনের জন্য একটু বেশিই নজর রাখবে ম্যানেজম্যান্ট। অধিনায়ক ও সহঅধিনায়ক হিসেবে লিটন ও শেখ মেহেদির নাম একাদশে চূড়ান্ত।
এছাড়া উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জাকের আলী অনিকও একরকম চূড়ান্তই বলা চলে। লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেনকে দেখা যাবে। সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকে। তিন ও চার নম্বরে লিটন ও নাজমুল হোসেন শান্ত নামতে পারেন। এরপর তাওহিদ হৃদয়কে দেখা যেতে পারে একাদশে।
বোলিংয়ের নেতৃত্ব থাকবে মুস্তাফিজ ও তানজিম সাকিবের কাঁধে। পেসলাইনে এই দুজনের সাথে হাত ঘোরাতে পারেন নাহিদ রানা। তবে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হাসান মাহমুদও আছেন নজরে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিম সাকিব।
বাংলাদেশ পূর্ণ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/এজে
