চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে ইতোমধ্যে শেষ হয়েছে বাংলাদেশের লড়াই। বি-গ্রুপ থেকে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু তাতেও নিশ্চিত হয়নি পরবর্তী রাউন্ড—সুপার ফোর। তবে সুপার ফোর নিশ্চিতের জন্য এখন আর বাংলাদেশের হাতে কিছু নেই। বাংলাদেশ সুপার ফোরে খেলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে বি-গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের শেষ ম্যাচে।
টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে আফগানদের ৮ রানে হারিয়ে সুপার ফোরে ওঠার দৌড়ে টিকে আছে টাইগাররা। তবে সুপার ফোরে যেতে মেলাতে হবে নানা সমীকরণ।
সুপার ফোরে যেতে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়। শেষ ম্যাচে আফগানিস্তান হেরে গেলে সহজেই সুপার ফোর নিশ্চিত হবে টাইগারদের। যে কারণে লাল-সবুজের সমর্থকেরাও ম্যাচটিতে শ্রীলঙ্কাকে সমর্থন করবে।
তবে আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক স্পিনার নাসুম আহমেদ আলাদাভাবে নির্দিষ্ট কোন দলকে সমর্থন করছেন না। তিনি নির্ভর করছেন ভাগ্যের ওপর। তাই এ নিয়ে অত বেশি ভাবছেন না এই স্পিনার।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ প্রসঙ্গে নাসুম বলেন, ‘যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি আলাদাভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করার প্রয়োজন মনে করছি না। ভাগ্যে যা আছে সেটাই হবে। তাই আমরা এইটা নিয়ে অত ভাবছি না।’
আগামীকাল (বৃহস্পতিবার) বি-গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচের লঙ্কানদের দিকে তাকিয়ে বাংলাদেশের কোটি কোটি ভক্ত-সমর্থকেরা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/বিটি