আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের আগ্রাসী হওয়া নতুন কিছু নয়। তবে কিছু ইনিংস রেকর্ডবইয়ে জায়গা করে নিয়েছে আলাদা করে। দ্রুততম সেঞ্চুরির সেই তালিকায় সাম্প্রতিক বছরগুলোতে যোগ হয়েছে একের পর এক নাম।
এক নজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দ্রুততম ১০ সেঞ্চুরির মালিক যারা
যৌথভাবে দশম: টিম ডেভিড (৩৭ বলে সেঞ্চুরি)
২০২৫ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ৬১ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে ৬ চার ও ১১ ছক্কায় ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ২৩ বল হাতে রেখেই।
৩৭ বলে সেঞ্চুরির কীর্তি আছে আরও কয়েকজনের। নামিবিয়ার জেজে স্মিট (কেনিয়ার বিপক্ষে, ২০২৫), মাল্টার প্রিয়ান পুষ্পরঞ্জন (এস্তোনিয়ার বিপক্ষে, ২০২৫), হাঙ্গেরির শেখ রাসিক (মাল্টার বিপক্ষে, ২০২৫) এবং ভারতের অভিষেক শর্মা এই তালিকায় আছেন।
নবম: অভিষেক শর্মা (৩৭ বলে)
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে আগ্রাসী শুরু করেন অভিষেক শর্মা। ১৭ বলেই ফিফটি, সেঞ্চুরি ৩৭ বলে। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করেন তিনি। ভারতের সংগ্রহ ছিল ২৪৭, ম্যাচ জেতে ১৫০ রানে।
অষ্টম: সুদেশ বিক্রমাসেকারা (৩৫ বলে)
২০১৯ সালের ইউরোপিয়ান কন্টিনেন্টাল কাপে তুরস্কের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারা। তাঁর ১০ ছয় ও ৮ চারের ইনিংসে চেক প্রজাতন্ত্র তোলে ২৭৮ রান। জবাবে তুরস্ক অলআউট হয় মাত্র ২১ রানে।
সপ্তম: রোহিত শর্মা (৩৫ বলে)
২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ইন্দোরে ২৩ বলে ফিফটির পর মাত্র ১২ বলে দ্বিতীয় পঞ্চাশ পূর্ণ করেন রোহিত শর্মা। ৩৫ বলে সেঞ্চুরিটি তখন ছিল যৌথভাবে দ্রুততম। রেকর্ড ভাগ করেছিলেন ডেভিড মিলারের সঙ্গে।
ষষ্ঠ: ডেভিড মিলার (৩৫ বলে)
২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে ৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ৭ চার ও ৯ ছক্কায় ৩৬ বলে অপরাজিত ১০১ রান করেন তিনি।
পঞ্চম: কুশল মাল্লা (৩৪ বলে)
এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের কুশল মাল্লা করেন ৩৪ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। একই ম্যাচে দীপেন্দ্র সিং ঐরি মাত্র ৯ বলে ফিফটি করেন।
চতুর্থ: সিকান্দার রাজা (৩৩ বলে)
২০২৪ সালের অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ৪৩ বলে ১৩৩ রানের ইনিংসে ছিল ১৫টি ছক্কা।
তৃতীয়: নিকোল লফটি–ইটন (৩৩ বলে)
২০২৪ সালের ফেব্রুয়ারিতে কীর্তিপুরে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৩৩ বলে সেঞ্চুরি করেন নামিবিয়ার লফটি–ইটন। তাঁর ব্যাটে ছিল ১১ চার ও ৮ ছক্কা।
দ্বিতীয়: মুহাম্মাদ ফাহাদ (২৯ বলে)
২০২৫ সালের জুলাইয়ে তুরস্কের বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেন বুলগেরিয়ার মুহাম্মাদ ফাহাদ। পরে ৩৪ বলে ১২০ রানের ইনিংস খেলেন তিনি।
প্রথম: সাহিল চৌহান (২৭ বলে)
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এস্তোনিয়ার সাহিল চৌহানের। ২০২৪ সালের ১৭ জুন সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৪ বলে ফিফটি ছোঁয়া সাহিল শেষ পর্যন্ত ৪১ বলে অপরাজিত ১৪৪ রান করেন। এস্তোনিয়া ম্যাচ জিতে নেয় ৭ ওভার হাতে রেখেই।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ