টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিধ্বংসী ব্যাটিং আর বাউন্ডারির ফুলঝুরি। টি-টোয়েন্টির মূল আকর্ষণই যেন ছক্কায়। যে যত বিধ্বংসী ব্যাটিং করতে পারে, সে তত জনপ্রিয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ১৫১ ইনিংসে মোট ২০৫ টি ছক্কা হাঁকিয়েছেন এই বিধ্বংসী ব্যাটার।
৯১ ইনিংসে ১৮৭ ছক্কা হাঁকিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিম। বর্তমানে টি-টোয়েন্টি তে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন এই ব্যাটার।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিউয়ি ওপেনার মার্টিন গাপটিল। ১১৮ ইনিংসে তার ছক্কার সংখ্যা ১৭৩।
১৩২ ইনিংসে ১৭২ ছক্কা হাঁকিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংলিশ ওপেনার জশ বাটলার। বিধ্বংসী বাটিংয়ের জন্য বেশ জনপ্রিয় ইংলিশ অধিনায়ক।
৮৬ ইনিংসে ১৫০ ছক্কা হাঁকিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তোলা এই ব্যাটার তাণ্ডব চালিয়ে যাচ্ছেন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এআই