
নারী ফুটবলের দলবদলে গড়েছে ইতিহাস। কানাডার ২০ বছর বয়সী মিডফিল্ডার অলিভিয়া স্মিথকে রেকর্ড ১০ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে আর্সেনাল। নারী ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের জন্য এক মিলিয়ন পাউন্ড খরচ করল কোনো ক্লাব।
এর আগে সবচেয়ে দামি দলবদলের রেকর্ড ছিল আমেরিকান ডিফেন্ডার নাওমি গিরমার। গত জানুয়ারিতে সান ডিয়েগো ওয়েভ থেকে চেলসিতে যোগ দিতে ৯ লাখ পাউন্ড খরচ হয়েছিল। এবার লিভারপুল ছেড়ে আর্সেনালে গিয়ে গিরমাকে টপকে রেকর্ডের শীর্ষে উঠলেন স্মিথ।
২০২৩-২৪ মৌসুমে পর্তুগালের স্পোর্টিং সিপির হয়ে ২৮ ম্যাচে ১৬ গোল করেছিলেন স্মিথ। এরপর যোগ দেন লিভারপুলে, যেখানে ২৫ ম্যাচে ৯ গোল করে হন দলের সর্বোচ্চ গোলদাতা। পারফরম্যান্সের সুবাদে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল চেলসি ও অলিম্পিক লিঁও। তবে শেষ পর্যন্ত আর্সেনালই স্মিথকে পেতে রেকর্ড অঙ্ক খরচ করেছে।
আরও পড়ুন :
»সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইতিহাস গড়লেন এই ‘রহস্যময়’ স্পিনার
» বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২০ জুলাই ২৫)
২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে কানাডার জাতীয় দলে অভিষেক হয় স্মিথের। রেকর্ড দলবদলের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, আর্সেনালের স্কোয়াডে নিজের নাম দেখতে পারাটা অনেক বড় সম্মান। ইংল্যান্ড এবং ইউরোপের অন্যতম সফল ক্লাবের হয়ে খেলার স্বপ্ন ছিল আমার। এখন সেই স্বপ্ন বাস্তব হচ্ছে, আমি রোমাঞ্চিত।
কে এই অলিভিয়া স্মিথ
অলিভিয়া স্মিথ একজন কানাডীয় ফরোয়ার্ড (গোলশইটার) যিনি মিডফিল্ডার হিসেবেও খেলেন৷ তিনি ৫ আগস্ট ২০০৪ সালে উত্তর ইয়র্ক, অন্টারিওতে জন্মগ্রহণ করেন, এবং হোয়িটবি অঞ্চলে বড় হয়েছেন। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে কানাডার জাতীয় দলে অভিষেক হয় তার।
ক্রিফোস্পোর্টস/২০জুলাই২৫/এসএ/এনজি
