
চলতি আসরে শুরু থেকেই ছন্দে থাকা পাঞ্জাব কিংস প্লে-অফের দৌড়ে ছিল সুবিধাজনক অবস্থানে। তবে আগের ম্যাচের হার ও গতকালের পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগির ফলে তারা এখন তালিকার চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হার নিয়ে পাঞ্জাবের সংগ্রহ ১১ পয়েন্ট। কলকাতাকে হারাতে পারলে আরও ওপরে ওঠার সুযোগ ছিল তাদের সামনে।
অন্যদিকে, ম্যাচটি কলকাতার জন্যও ছিল গুরুত্বপূর্ণ। জয় পেলে ব্যাকফুট থেকে কিছুটা এগিয়ে আসার সুযোগ থাকত শাহরুখের দলের জন্য। কিন্তু ৯ ম্যাচে মাত্র ৩ জয় ও ৫ হার নিয়ে নাইট রাইডার্সের সংগ্রহ এখন ৭ পয়েন্ট। সপ্তম স্থানে রয়েছে তারা।
সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ, আর মাত্র ৪ পয়েন্ট করে নিয়ে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।
আরও পড়ুন
»লাল কার্ড-বরফ নিক্ষেপ! কী ঘটেছিল ফাইনালে (ভিডিও)
»রেকর্ড গড়ে আইকনিক উদযাপন রোনালদোর
এদিকে, শীর্ষ তিন দলের সংগ্রহ সমান ১২ পয়েন্ট করে। তবে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস একটি করে ম্যাচ কম খেলেছে। রানরেটের ভিত্তিতে গুজরাট রয়েছে এক নম্বরে, দিল্লি দুইয়ে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনে। চারে রয়েছে পাঞ্জাব কিংস।
মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস যথাক্রমে পাঁচ ও ছয়ে অবস্থান করছে। দুদলই ৯ ম্যাচে ৫টি করে জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।
লিগপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল যাবে প্লে-অফে।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি
