Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যারা

রোহিত, বাবর ও কোহলি
রোহিত, বাবর ও কোহলি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠা নিয়ে চলছে লড়াই। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৯ রান করলেই রোহিত শর্মাকে কাটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বাবর আজম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ১৪০.৮৯ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ভারতীয় ওপেনারের সেঞ্চুরি রয়েছে ৫ টি।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রায় এক বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরা বাবর আজম। ১২১ ইনিংসে ৪২২৩ রান করা বাবর আজ প্রোটিয়াদের বিপক্ষে ৯ রান করলেই বনে যাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-টোয়েন্টিতে ১২৯.২২ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটারের সেঞ্চুরি সংখ্যা ৩।



১১৭ ইনিংসে ৪১৮৮ রান করে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটারের রয়েছে একটি সেঞ্চুরি।

১৩২ ইনিংসে ৩৮৬৯ রান করা ইংলিশ উইকেটকিপার ব্যাটার জশ বাটলার রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। টি-টোয়েন্টিতে ১৪৮.৯৭ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ইংলিশ ব্যাটারের রয়েছে একটি সেঞ্চুরি।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আইরিশ ব্যাটার পল স্টার্লিং। ১৫০ টি-টোয়েন্টি ইনিংসে স্টার্লিং-এর সংগ্রহ ৩৭১০ রান। ১৩৪.৮৬ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটারের রয়েছে একটি সেঞ্চুরি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে পাকিস্তান। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা বাবর মাত্র ৯ রান করলেই হয়ে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট